গাজীপুরে চলন্ত ট্রেনের দুই বগি বিচ্ছিন্ন, অল্পের জন্য রক্ষা

০৫ জানুয়ারি ২০২৬, ০৪:৩৪ PM
এগারোসিন্দুর প্রভাতী’র চলন্ত অবস্থায় দুটি বগি বিচ্ছিন্ন হয়ে যায়

এগারোসিন্দুর প্রভাতী’র চলন্ত অবস্থায় দুটি বগি বিচ্ছিন্ন হয়ে যায় © টিডিসি

গাজীপুরের কালীগঞ্জে ঢাকাগামী আন্তঃনগর ট্রেন ‘এগারোসিন্দুর প্রভাতী’র চলন্ত অবস্থায় দুটি বগি বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (৫ জানুয়ারি) বেলা সোয়া ১০টার দিকে টঙ্গী-ভৈরব রেলপথের দড়িপাড়া এলাকায় এ যান্ত্রিক বিভ্রাট ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

রেলওয়ে ও স্থানীয় সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী এগারোসিন্দুর প্রভাতী ট্রেনটি দড়িপাড়া এলাকা অতিক্রম করার সময় হঠাৎ পেছনের দুটি কোচের সংযোগস্থলের কাপলিং (হুক) খুলে যায়। এতে মূল ট্রেন থেকে বগি দুটি বিচ্ছিন্ন হয়ে লাইনের ওপর থেমে যায়। বিষয়টি বুঝতে পেরে চালক তাৎক্ষণিকভাবে ট্রেনটি থামিয়ে দেন।

খবর পেয়ে রেলওয়ের কারিগরি কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় বিচ্ছিন্ন হওয়া বগি দুটি পুনরায় মূল ট্রেনের সঙ্গে সংযুক্ত করেন। এরপর ট্রেনটি নিরাপদে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, টঙ্গী-ভৈরব রেলপথটি দ্বিমুখী (ডাবল লাইন) হওয়ায় দুর্ঘটনার সময় বিকল্প লাইন ব্যবহার করে অন্যান্য ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়। ফলে ওই রুটে বড় ধরনের কোনো শিডিউল বিপর্যয় ঘটেনি।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পুলিশ পরিদর্শক) নাজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বগি বিচ্ছিন্ন হওয়ার কারণ খতিয়ে দেখা হচ্ছে। যান্ত্রিক ত্রুটি নাকি অন্য কোনো কারণে কাপলিং খুলে গেছে, তদন্ত শেষে তা নিশ্চিত হওয়া যাবে।

উৎসব ভাতার পর এবার বকেয়া বেতন নিয়ে সুখবর দিল মাউশি
  • ৩১ জানুয়ারি ২০২৬
কুবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ, প্রশ্নপত্র দেখুন এখানে
  • ৩১ জানুয়ারি ২০২৬
আধিপত্যবাদ নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা করলে প্রতিহত করা হব…
  • ৩১ জানুয়ারি ২০২৬
কেন্দ্রীয় চুক্তিতে বাড়ছে ক্রিকেটার, বেতনও বাড়ছে কি?
  • ৩১ জানুয়ারি ২০২৬
নাভারন-ভোমরা রেলপথে পূরণ হতে যাচ্ছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দে…
  • ৩১ জানুয়ারি ২০২৬
প্রশাসনের নিরপেক্ষতা বিঘ্নিত হলে কঠোর ব্যবস্থা: ইসি সানাউল্…
  • ৩১ জানুয়ারি ২০২৬