নিতাই রায় চৌধুরী © সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-২ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকের নিতাই রায় চৌধুরী এর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। আজ শনিবার (৩ জানুয়ারি) মাগুরা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করেন জেলা রিটার্নিং অফিসার ।
এর আগে রবিবার (২৮ ডিসেম্বর) মাগুরা জেলা রিটার্নিং কর্মকর্তার নিকট মাগুরা-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন নিতাই রায় চৌধুরী এবং মাগুরা-১ আসনের জনাব মনোয়ার হোসেন খান।
উল্লেখ্য একই সঙ্গে মাগুরা-১ আসনের বিএনপি প্রার্থী জনাব মনোয়ার হোসেন খানের মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করা হয়েছে।