টঙ্গীতে তিন দিনব্যাপী খুরুজ ইজতেমা শুরু রবিবার

০৩ জানুয়ারি ২০২৬, ০১:১৭ PM
খুরুজ ইজতেমা আসছেন মুসল্লিরা

খুরুজ ইজতেমা আসছেন মুসল্লিরা © সংগৃহীত

সংক্ষিপ্ত পরিসরে টঙ্গীতে তিন দিনব্যাপী খুরুজ ইজতেমা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২, ৩ ও ৪ জানুয়ারি এ খুরুজ ইজতেমা অনুষ্ঠিত হবে। রবিবার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়ে শেষ দিন আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমা সমাপ্ত হবে।

বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতির পরিপ্রেক্ষিতে সীমিত আকারে এ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি ২০২৬) বেলা সাড়ে ১১টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত অনুমোদন দেওয়া হয়।

তাবলিগ জামাত বাংলাদেশের (শুরায়ী নেজাম) মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান এ তথ্য নিশ্চিত করে জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টঙ্গীর তুরাগ নদীর তীরে খুরুজের জোড়সহ বড় পরিসরে কোনো সমাবেশ বা অনুষ্ঠান আয়োজন না করার জন্য প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছিল। তাবলীগ জামাতের মুরুব্বিগণ সবসময় প্রশাসনের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল থাকায় সে অনুযায়ী করণীয় নির্ধারণ করা হয়েছে।

তিনি জানান, এ সিদ্ধান্তের অংশ হিসেবে এবারের খুরুজ ইজতেমা টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হচ্ছে না। বরং বিদেশি খিত্তা ও টিনশেড মসজিদ এলাকায় সীমাবদ্ধ পরিসরে এ আয়োজন সম্পন্ন করা হবে। এতে ঢাকার আশপাশের শবগুজারির খুরুজে অংশগ্রহণকারী সাথীরা অংশ নেবেন। অপর দিকে দেশের অন্যান্য জেলার সাথীদের নিজ নিজ জেলা মারকাজ থেকে আল্লাহর রাস্তায় বের হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
হাবিবুল্লাহ রায়হান আরও জানান, তাবলিগ জামাতের দাওয়াতি কার্যক্রম দেশ-বিদেশে ব্যাপকভাবে বিস্তৃত ও সমাদৃত। সাধারণত খুরুজের ইজতেমায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিপুলসংখ্যক সাথি অংশগ্রহণ করেন। তবে সাম্প্রতিক প্রজ্ঞাপন জারির পর নতুন করে বিদেশিদের বাংলাদেশে আগমনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

ইতোমধ্যে যারা বাংলাদেশে এসে পৌঁছেছেন, তাদের বিষয়টি বিবেচনায় নিয়ে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখার স্বার্থে সীমিত পরিসরে খুরুজ ইজতেমা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, ইতোমধ্যে মাওলানা আহমদ লাট সাহেব (দাঃবা)-সহ বিভিন্ন দেশ থেকে আগত শীর্ষস্থানীয় মুরুব্বিরা বাংলাদেশে অবস্থান করছেন। বর্তমানে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, ফ্রান্স, কানাডা, অস্ট্রেলিয়া, জাপান, সৌদি আরব, তুরস্ক, কাতার, কুয়েত, ওমান, জর্ডান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেপাল, ভারত ও পাকিস্তানসহ প্রায় ৭০টি দেশের দুই হাজারের মতো বিদেশি মেহমান সংশ্লিষ্ট এলাকায় অবস্থান করছেন।

তিন দিনব্যাপী এ খুরুজ ইজতেমা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে এবং রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শেষ হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বাড়ল স্বর্ণের দাম
  • ১০ জানুয়ারি ২০২৬
গুলি করে জামায়াত কর্মীকে হত্যা
  • ১০ জানুয়ারি ২০২৬
রাবিতে বাংলাদেশ ইকোনমিকস অলিম্পিয়াড ২০২৬-এর আঞ্চলিক পর্ব স…
  • ১০ জানুয়ারি ২০২৬
‘ইব্রাহিম নবীর চেয়ে জামায়াত নেতার কোরবানি বড়’ মন্তব্য করা …
  • ১০ জানুয়ারি ২০২৬
নির্বাচনের আগেই পে-স্কেল? আশা জিইয়ে রাখলেন অর্থ উপদেষ্টা
  • ১০ জানুয়ারি ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটির নবনির্বাচিত চেয়ারম্যান ব্যারিস্টার স…
  • ১০ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9