কাঠালিয়া থানা © সংগৃহীত
ঝালকাঠির কাঁঠালিয়ায় তুচ্ছ কারণে পারিবারিক কলহ রূপ নেয় মর্মান্তিক হত্যাকাণ্ডে। মাত্র ১৭০ টাকা হারানোকে কেন্দ্র করে মাদ্রাসাপড়ুয়া এক কিশোরীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তারই চাচার বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও শোকের সৃষ্টি করেছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার আওরাবুনিয়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
বুধবার (৩১ ডিসেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন কাঁঠালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছের রায়হান। নিহত কিশোরীর নাম লামিয়া আক্তার (১৪)। তিনি অভিযুক্ত জাকির হোসেন খানের বড় ভাই ফারুক খানের সৎমেয়ে এবং উত্তর চরাইল হাসেমিয়া দাখিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পকেট থেকে ১৭০ টাকা হারিয়ে যাওয়াকে কেন্দ্র করে প্রথমে লামিয়ার মা লিলি বেগমের সঙ্গে কথা-কাটাকাটির এক পর্যায়ে তাকে মারধর শুরু করেন জাকির হোসেন খান। এ সময় মাকে বাঁচাতে এগিয়ে এলে লামিয়াকেও শাবল দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় মা ও মেয়েকে স্বজনরা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই লামিয়া আক্তারকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। আহত লিলি বেগম বর্তমানে একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর স্থানীয় জনতা অভিযুক্ত জাকির হোসেন খানকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ নৃশংস ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।
কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাছের রায়হান জানান, বরিশাল থেকে এনে দুপুরে নিহতের মরদেহ নিজ বাড়িতে দাফন করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্তর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।