খালেদা জিয়ার মৃত্যুতে গোপালগঞ্জে কোরআনখানি খতমসহ নানা কর্মসূচি পালন

খালেদা জিয়ার মৃত্যুতে গোপালগঞ্জে গভীর শোকের ছায়া নেমে এসেছে
খালেদা জিয়ার মৃত্যুতে গোপালগঞ্জে গভীর শোকের ছায়া নেমে এসেছে  © টিডিসি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গোপালগঞ্জে গভীর শোকের ছায়া নেমে এসেছে। এ উপলক্ষে জেলা বিএনপি কোরআনখানি খতম, দোয়া-মোনাজাতসহ নানা শোক কর্মসূচি পালন করেছে। একই সঙ্গে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোক প্রকাশ করা হয়েছে।

জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) জেলা শহরের নতুন বাজার সুপার মার্কেটের দোতলায় বিএনপি কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করে দলটি।

পরে সেখানে বেগম জিয়ার রুহের মাগফেরাত কামনায় কোরআনখানি খতম করা হয়। এরপর কালো ব্যাচ ধারণ করা হয়।পরে শোকবই খোলা হয়, যেখানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শোক জ্ঞাপন করেন। এরপর দোয়া ও মোনাজাত কর্মসুচি পালন করে দলটি। বেগম জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন গোপালগঞ্জের বিএনপি পরিবার।

অন্যদিকে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিবার।

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিরবিদায়ে আজ সকালে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান ও ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান শোক প্রকাশ করেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

শোক বার্তায় জানানো হয়, জনগণের অধিকার প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার অবদান দেশ ও জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!