বিদেশ যাওয়া হলো না এসএসসিতে জিপিএ-৫ পাওয়া মেধাবী সাম্মিদের

বাম থেকে সাম্মিদ ও জানাজা
বাম থেকে সাম্মিদ ও জানাজা  © সংগৃহীত

শেরপুর সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের ৭নং চর এলাকার মেধাবী শিক্ষার্থী সাম্মিদ (১৭) এর আকস্মিক মৃত্যুতে গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। শুক্রবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়ার পর শনিবার (২৭ ডিসেম্বর) ভোর আনুমানিক ৪টার দিকে তার মৃত্যু হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, সাম্মিদ ছিলেন পরিবারের একমাত্র ছেলে সন্তান। সদ্য এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনের পর শেরপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির মানবিক বিভাগে অধ্যয়ন করছিলেন তিনি। পড়াশোনায় অত্যন্ত মনোযোগী ও মেধাবী হওয়ায় তাকে বিদেশে উচ্চশিক্ষার জন্য পাঠানোর স্বপ্ন ছিল পরিবারের—কিন্তু সেই স্বপ্ন আজ অপূর্ণ রয়ে গেল।

সাম্মিদের শিক্ষক মুরাদ হোসেন গভীর শোক প্রকাশ করে বলেন, একজন শিক্ষক হিসেবে আমি শুধু একজন শিক্ষার্থীকে নয়, একটি সম্ভাবনাময় স্বপ্ন, একটি উজ্জ্বল ভবিষ্যতকে হারালাম। সে ছিল ভদ্র, মনোযোগী এবং সহপাঠীদের প্রতি সহানুভূতিশীল। আল্লাহ তাকে জান্নাতের উচু মাকাম দান করুক।

তার অকাল প্রয়াণে বিদ্যালয় প্রাঙ্গণে নেমে আসে শোকের নীরবতা; শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

শনিবার বাদ আছর নিজ বাড়ির আঙিনায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এলাকাবাসী সাম্মিদের আত্মার মাগফিরাত কামনা করেছেন।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!