ঘন কুয়াশায় যমুনায় দিক হারাল বর-কনেসহ ৪৭ যাত্রীর নৌকা

মাদারগঞ্জের জামথল ঘাটে
মাদারগঞ্জের জামথল ঘাটে  © সংগৃহীত

ঘন কুয়াশার কারণে যমুনা নদীতে দিক হারিয়ে বর-কনেসহ ৪৭ জন যাত্রী নিয়ে একটি নৌকা মাঝনদীর একটি চরে আটকে পড়ে। প্রায় ১২ ঘণ্টা পর ফায়ার সার্ভিস ও স্থানীয় মাঝিদের সহযোগিতায় নৌকাটি উদ্ধার করা হয়।

গত শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত ৯টার দিকে জামালপুরের মাদারগঞ্জ উপজেলাসংলগ্ন যমুনা নদীতে এ ঘটনা ঘটে। রাতের ঘন কুয়াশায় নদী ঢেকে গেলে নৌকার মাঝি দিক হারিয়ে ফেলেন। পরে নৌকাটি নদীর মাঝখানের একটি চরে আটকে যায়। পরিস্থিতি বুঝতে পেরে রাত ১১টার দিকে বরযাত্রীরা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে সহায়তা চান। তবে ঘন কুয়াশার কারণে তাৎক্ষণিকভাবে নৌকার অবস্থান শনাক্ত করা সম্ভব হয়নি।

ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন রাতভর উদ্ধার চেষ্টা চালালেও কুয়াশার কারণে নদীতে সম্ভব হয়নি। পরে শনিবার সকাল ৯টার দিকে স্থানীয় মাঝিদের নৌকার সহায়তায় আটকে পড়া নৌকার অবস্থান নিশ্চিত করা হয়। পরে ধীরে ধীরে নৌকাটি উদ্ধার করে বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে মাদারগঞ্জের জামথল ঘাটে ভেড়ানো হয়।

উদ্ধারের পর জানা যায়, দীর্ঘ সময় নদীতে আটকে থাকার কারণে এক বৃদ্ধ বরযাত্রী অসুস্থ হয়ে পড়লেও অন্য সবাই সুস্থ আছেন।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মাদারগঞ্জ উপজেলার তারতাপাড়া এলাকার সানোয়ার হোসেনের ছেলে নিলয় হাসানের (২০) বিয়ের আয়োজন ছিল বগুড়া শহরের সাবগ্রাম চারমাথায়। শুক্রবার সকালে ৪৬ জন বরযাত্রী নিয়ে তারা নৌকাযোগে সেখানে যান। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে সন্ধ্যা ছয়টার দিকে বর-কনেসহ নৌকাটি বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কালীতলা ঘাট থেকে মাদারগঞ্জের উদ্দেশে রওনা দেয়। যমুনা নদীর মাঝপথে এসে হঠাৎ ঘন কুয়াশায় দিক হারান মাঝি।

মাদারগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার রইস উদ্দিন জানান, রাতে খবর পাওয়া গেলেও অতিরিক্ত কুয়াশার কারণে তখন নদীতে যাওয়া সম্ভব হয়নি। সকালে স্থানীয় মাঝিদের সহযোগিতায় নৌকাটির অবস্থান নিশ্চিত করে নিরাপদে তীরে আনা হয়।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!