১৫ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌ রুটে ফেরি চলাচল শুরু

পাটুরিয়া–দৌলতদিয়া নৌপথ
পাটুরিয়া–দৌলতদিয়া নৌপথ  © সংগৃহীত

ঘন কুয়াশার কারণে ১৫ ঘণ্টা বন্ধ থাকার পর সকাল ১০ টার থেকে মানিকগঞ্জের পাটুরিয়া–দৌলতদিয়া নৌপথের ফেরি চলাচল শুরু হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক আব্দুস সালাম বলেন, শুক্রবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিট থেকে ঘন কুয়াশার কারণে এ নৌপথের সকল ধরনের ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। মাঝ-নদীতে আটকা পড়ে শাহ মখদুম, এনায়েতপুরী ও ভাষা শহীদ বরকত নামের তিনটি ফেরি। কুয়াশা কেটে গেলে সকাল ১০টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

ফেরি চলাচল বন্ধ থাকায় মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ি জেলার দৌলতদিয়া ঘাট এলাকায় পণ্যবাহী ট্রাক, বাস ও ব্যক্তিগত যানবাহনের দীর্ঘ সাড়ি তৈরি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!