১৫ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌ রুটে ফেরি চলাচল শুরু
- মানিকগঞ্জ প্রতিনিধি
- প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫, ০১:৩৯ PM , আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৫, ০২:০৪ PM
ঘন কুয়াশার কারণে ১৫ ঘণ্টা বন্ধ থাকার পর সকাল ১০ টার থেকে মানিকগঞ্জের পাটুরিয়া–দৌলতদিয়া নৌপথের ফেরি চলাচল শুরু হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক আব্দুস সালাম বলেন, শুক্রবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিট থেকে ঘন কুয়াশার কারণে এ নৌপথের সকল ধরনের ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। মাঝ-নদীতে আটকা পড়ে শাহ মখদুম, এনায়েতপুরী ও ভাষা শহীদ বরকত নামের তিনটি ফেরি। কুয়াশা কেটে গেলে সকাল ১০টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
ফেরি চলাচল বন্ধ থাকায় মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ি জেলার দৌলতদিয়া ঘাট এলাকায় পণ্যবাহী ট্রাক, বাস ও ব্যক্তিগত যানবাহনের দীর্ঘ সাড়ি তৈরি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা।