পাবনা-৪ আসনে মনোনয়ন ফরম তুললেন জামায়াত প্রার্থী তালেব মন্ডল

২৩ ডিসেম্বর ২০২৫, ০৯:২৯ PM
দলীয় নেতাদের নিয়ে নিজের মনোনয়ন ফরম তুলছেন জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল। মঙ্গলবার দুপুরে পাবনার ঈশ্বরদী ইউএনওর কার্যালয়ে

দলীয় নেতাদের নিয়ে নিজের মনোনয়ন ফরম তুলছেন জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল। মঙ্গলবার দুপুরে পাবনার ঈশ্বরদী ইউএনওর কার্যালয়ে © টিডিসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পাবনা-৪ (ঈশ্বরদী–আটঘরিয়া) আসনে নির্বাচনী তৎপরতা জোরালো হচ্ছে। এরই ধারাবাহিকতায় জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবে অধ্যাপক আবু তালেব মন্ডল আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন, যা আসন্ন নির্বাচনে এই আসনে প্রতিদ্বন্দ্বিতার চিত্র আরও স্পষ্ট করল।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান ও উপজেলা নির্বাচন কর্মকর্তা শামসুন্নাহার ভূঁইয়ার কাছ থেকে তিনি মনোনয়ন ফরম উত্তোলন করেন।

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর বগুড়া অঞ্চল টিম সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, পাবনা জেলা নায়েবে আমির মাওলানা জহুরুল ইসলাম, জেলা সেক্রেটারি মাওলানা আব্দুল গাফফার খান, সহকারী সেক্রেটারি আবু সালেহ মো. আব্দুল্লাহ ও এস এম সোহেল, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা গোলাম রাব্বানী খান জুবায়ের, ঈশ্বরদী উপজেলা আমির ড. নুরুজ্জামান প্রামাণিক, আটঘরিয়া উপজেলা আমির মাওলানা নকিবুল্লাহ, ঈশ্বরদী পৌর আমির মাওলানা গোলাম আজম খান প্রমুখ।

মনোনয়ন ফরম সংগ্রহের পর অধ্যাপক আবু তালেব মন্ডল বলেন, ‘দেশ ও জাতির কল্যাণে ইসলামী আদর্শের রাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্যেই আমি নির্বাচনে অংশ নিতে আগ্রহী হয়েছি। জনগণের মৌলিক অধিকার, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী সব সময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। ঈশ্বরদী-আটঘরিয়ার সাধারণ মানুষের ভালোবাসা ও সমর্থন পেলে এই এলাকার উন্নয়ন ও জনস্বার্থ রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করব।’

তিনি আরও বলেন, ‘আসন্ন নির্বাচন যদি সুষ্ঠু ও নিরপেক্ষ হয়, তাহলে জনগণ যোগ্য ও সৎ নেতৃত্বকে বেছে নেওয়ার সুযোগ পাবে। আমরা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন প্রত্যাশা করছি।’

তিনি প্রশাসনের প্রতি আহবান জানিয়ে বলেন, নির্বাচনের আগেই অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে, সেই সাথে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির ব্যবস্থা করতে হবে।

এদিকে সোমবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জামিল আক্তার এলাহির পক্ষে উপজেলা নির্বাহী অফিসারের কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন বিএনপি নেতা শামসুদ্দোহা পিপ্পু, রফিকুল ইসলাম ডাবলুসহ তার সমর্থকরা।

উল্লেখ্য, এর আগে পাবনা-৪ আসনে ধানের শীষের প্রার্থী হতে আগ্রহী জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সরদার এবং জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জাকারিয়া পিন্টুর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তাদের অনুসারীরা।

ঈশ্বরদী উপজেলা নির্বাচন কর্মকর্তা শামসুন্নাহার ভূঁইয়া মঙ্গলবার (২৩ ডিসেম্বর) পর্যন্ত মোট পাঁচটি মনোনয়ন ফরম বিতরণ করা হয়েছে জানিয়ে বলেন, ‘মনোনয়ন ফরম জমা দেওয়ার জন্য এখনও প্রায় এক সপ্তাহ সময় রয়েছে। আশা করছি আরও প্রার্থীরা ফরম সংগ্রহ করবেন। আসন্ন নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।’

ব্যাডমিন্টন খেলা শেষে বাড়ি ফেরা হলো না দুই বন্ধুর 
  • ১৫ জানুয়ারি ২০২৬
‎খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে শোক বই
  • ১৫ জানুয়ারি ২০২৬
মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম শান্তকে তারেক রহমানের উপহার
  • ১৫ জানুয়ারি ২০২৬
জাবির তরুণ শিক্ষার্থীদের ৮ পরামর্শ দিলেন মিজানুর রহমান আজহা…
  • ১৫ জানুয়ারি ২০২৬
শাকসুর দাবিতে বিকালে স্মারকলিপি, সন্ধ্যায় ছাত্রদলসহ দুই ভিপ…
  • ১৫ জানুয়ারি ২০২৬
প্রযুক্তি-নির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতা মোকাবিলায় সচেতনতা জরু…
  • ১৪ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9