চাঁদা দাবি, সাতক্ষীরায় পুলিশ পাহারায় রাস্তার কাজ শেষ করলেন ঠিকাদার

১৮ ডিসেম্বর ২০২৫, ০৬:০৩ PM
সড়ক নির্মাণে কাজ করছেন শ্রমিকরা (ইনসেটে পুলিশ সদস্যরা)

সড়ক নির্মাণে কাজ করছেন শ্রমিকরা (ইনসেটে পুলিশ সদস্যরা) © টিডিসি

দলীয় পরিচয়ে চাঁদা দাবি ও হুমকির মুখে পড়ে সাতক্ষীরায় একটি সড়ক নির্মাণকাজ শেষ করতে হয়েছে পুলিশ পাহারায়। বুধবার (১৭ ডিসেম্বর) সদর উপজেলার বদ্দিপুর কলোনি এলাকায় পুরাতন সাতক্ষীরা সওজ থেকে গোবিন্দপুর বাজার ভায়া জেয়ালা সড়কের কার্পেটিং কাজটি পুলিশি নিরাপত্তায় সম্পন্ন করা হয়।

এলজিইডির আওতায় বাস্তবায়নাধীন এ সড়ক নির্মাণকাজে নিয়োজিত ছিল মেসার্স ছয়ানী এন্টারপ্রাইজ। কাজ চলাকালে স্থানীয় কয়েকজন ব্যক্তি নিজেদের দলীয় নেতা-কর্মী পরিচয়ে ঠিকাদারের কাছে চাঁদা দাবি করেন বলে অভিযোগ করেন সংশ্লিষ্টরা।

ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক জাহিদ হাসান বলেন, ‘আমরা সরকারের উন্নয়নকাজ বাস্তবায়ন করি। কিন্তু কাজ করতে গিয়ে নীরব চাঁদাবাজির শিকার হতে হচ্ছে। আমার কাছে চাঁদা দাবি করা হয়। টাকা না দেওয়ায় নির্মাণাধীন সড়ক সাবল দিয়ে খুঁড়ে ফেলা হয় এবং আমাকে হেনস্তা করা হয়। পরে প্রশাসনের সহায়তায় পুলিশ পাহারায় কাজ শেষ করতে হয়।’

স্থানীয় সূত্র জানায়, ঘটনার পর এলাকায় উত্তেজনা তৈরি হলে উপজেলা প্রশাসনের কাছে বিষয়টি জানানো হয়। ঠিকাদারের আবেদনের পর এলজিইডির নির্বাহী প্রকৌশলীর নির্দেশে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় পুলিশ মোতায়েন করা হয়। ওই সড়ক নির্মাণকাজের প্রাক্কলিত ব্যয় ছিল ১ কোটি ১২ লাখ ৮ হাজার ৬৯৩ টাকা।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদুর রহমান বলেন, ‘উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে সরকারি কাজে বাধা দেওয়ার বিষয়টি জানতে পারি। এরপর পুলিশ পাঠিয়ে নিরাপত্তা নিশ্চিত করা হয়, যাতে কাজটি শেষ করা যায়।’

সাতক্ষীরা সদর উপজেলা প্রকৌশলী ইয়াকুব আলী বলেন, কার্পেটিং চলাকালে স্থানীয় কিছু বকাটে ঠিকাদারের কাছে চাঁদা দাবি করে। টাকা না দেওয়ায় তারা সড়ক খুঁড়ে ফেলে এবং কাজ সংশ্লিষ্টদের হুমকি দেয়। পরিস্থিতি বিবেচনায় উপজেলা প্রশাসনের সহযোগিতায় পুলিশ পাহারায় কাজটি সম্পন্ন করা হয়।

এদিকে ঠিকাদার ও স্থানীয়দের অভিযোগ, জেলার বিভিন্ন এলাকায় উন্নয়নকাজে একই ধরনের চাঁদাবাজির ঘটনা ঘটছে। দ্রুত এসব ঘটনার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

আনসার ব্যাটালিয়ন অফিস কমপাউন্ডে ককটেল বিস্ফোরণ
  • ৩১ জানুয়ারি ২০২৬
সরকারের ঋণ নিয়ে ঢাবি অধ্যাপকের ছড়ানো তথ্য সঠিক নয়
  • ৩১ জানুয়ারি ২০২৬
‘নির্ধারিত সময়ের আগে সরকারি বাসা ছেড়েও মিডিয়া ট্রায়ালের শিক…
  • ৩১ জানুয়ারি ২০২৬
শেরপুরে সেই জামায়াত নেতা হত্যার ঘটনায় মামলা
  • ৩১ জানুয়ারি ২০২৬
‘শহীদের মায়ের আবেগকে অবমাননা অমানবিক ও নিন্দনীয়’
  • ৩১ জানুয়ারি ২০২৬
জুলাইয়ে শহীদ সাংবাদিক মেহেদির বাবাকে মারধর, অভিযোগ বিএনপির …
  • ৩১ জানুয়ারি ২০২৬