৩০ ফুট গভীর গর্তে কয়েক দফা ক্যামেরা নামালেও মিলল না শিশুর দেখা

১১ ডিসেম্বর ২০২৫, ১২:৪৭ AM
৩০ ফুট গভীর গর্তে কয়েক দফা ক্যামেরা নামালেও মিলল না শিশুর দেখা

৩০ ফুট গভীর গর্তে কয়েক দফা ক্যামেরা নামালেও মিলল না শিশুর দেখা © সংগৃহীত

রাজশাহীর তানোরে পরিত্যক্ত গভীর নলকূপের ৩০ ফুট গর্তে পড়ে যাওয়া দুই বছর বয়সী শিশু স্বাধীনকে এখনো খুঁজে পাওয়া যায়নি। বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে ফায়ার সার্ভিসের সদস্যরা প্রথম দফায় ক্যামেরা গর্তে নামালেও ওপর থেকে পড়ে থাকা মাটি ও খড়ের কারণে শিশুটিকে শনাক্ত করা সম্ভব হয়নি। পরে রাত ১০টার দিকে দ্বিতীয়বার ক্যামেরা পাঠানো হলেও স্বাধীনকে দেখা যায়নি।

গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে শিশুটি গর্তে পড়ে যায়। আজ বৃহস্পতিবার রাত সোয়া ১২টা পর্যন্ত তাকে উদ্ধার করা যায়নি। স্বাধীনকে উদ্ধারে তানোর, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী সদর স্টেশনের তিনটি ফায়ার সার্ভিস ইউনিট অভিযান চালাচ্ছে। গর্তের পাশে দুটি স্কেভেটর দিয়ে মাটি খননের কাজ চলছে। ঘটনাস্থলে শত শত মানুষ ভিড় করায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তাদের নিয়ন্ত্রণে রাখতে বেগ পোহাতে হচ্ছে।

রাত ১১টার দিকে ফায়ার সার্ভিসের রাজশাহী স্টেশনের সহকারী পরিচালক দিদারুল ইসলাম সাংবাদিকদের জানান, ‘উদ্ধার অভিযান অব্যাহত আছে। তবে এখনো শিশুটিকে দেখা যায়নি। গভীরে ক্যামেরা পাঠিয়েও তার কোনো হদিস মিলছে না। আমরা চাই তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে। সে বেঁচে আছে কিনা— সেটিও অনিশ্চিত। আশা করছি, দুই থেকে তিন ঘণ্টার মধ্যে তাকে উদ্ধার করতে পারব।”

তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান বলেন, ‘ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনী উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। আল্লাহর কাছে দোয়া করি— শিশুটি যেন মায়ের কোলে ফিরে আসতে পারে।’

ফুটবল-ক্রিকেট বিশ্বকাপসহ ২০২৬ সালে যত খেলা
  • ০১ জানুয়ারি ২০২৬
রাজশাহীতে প্রাথমিকের শিক্ষার্থীরা সব বই পেলেও পায়নি ৭ম-৮ম শ…
  • ০১ জানুয়ারি ২০২৬
টাকা তুলতে পারছেন ৫ ব্যাংকের সমন্বয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব…
  • ০১ জানুয়ারি ২০২৬
এনইআইআর চালু আজ, আপনার মোবাইল কি বৈধ? জানবেন যেভাবে
  • ০১ জানুয়ারি ২০২৬
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক হলেন অধ্যাপ…
  • ০১ জানুয়ারি ২০২৬
নতুন বই পেয়ে উচ্ছ্বসিত ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষার্থীরা
  • ০১ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!