১৫ দিন আগে স্বামী হারানো রিনার ঘরেই হানা চোরের, জীবিকার ৪ গরু চুরি

আনোয়ারা থানা
আনোয়ারা থানা  © সংগৃহীত

স্বামীকে হারানোর শোক এখনো কাটিয়ে উঠতে পারেননি রিনা আক্তার। এরই মধ্যে নেমে এলো নতুন বিপর্যয়। গভীর রাতে চোরের দল নিয়ে গেল তার জীবিকার একমাত্র ভরসা, গোয়ালঘরের ৪টি গরু।

ঘটনাটি ঘটেছে বুধবার (১০ ডিসেম্বর) ভোররাতে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নের তেকোটা গ্রামে। রিনা আক্তার মৃত ইউসুফ নবীর স্ত্রী। মাত্র ১৫ দিন আগে স্বামীকে হারিয়ে সন্তানদের নিয়ে নতুন করে বাঁচার আশায় গৃহপালিত পশু পালন শুরু করেছিলেন তিনি। কিন্তু সেই স্বপ্নও ভেঙে টুকরা করে দিল চোর চক্র।

অভিযোগসূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতের খাবারের পর পরিবারকে নিয়ে ঘুমিয়ে পড়েছিলেন রিনা। ভোরে গোয়ালঘর ঝাড়ু দিতে গিয়ে দেখেন, গোয়ালঘর একেবারে ফাঁকা।
৫টি গরুর একটি বাছুর ছাড়া বাকি ৪টি কোথাও নেই। পরে বাড়ি থেকে কিছুটা দূরের বিলের মধ্যে পড়ে থাকতে দেখা যায় বাছুরটি। বাকিগুলো হলো ২টি গাভী, ১টি ষাঁড় ও ১টি ষাঁড় বাছুর। যা সবই উধাও। এগুলোর মোট মূল্য প্রায় ৩ লাখ ১০ হাজার টাকা বলে অভিযোগে উল্লেখ করেছেন রিনা আক্তার।

ভুক্তভোগী রিনা আক্তার বলেন, ‘স্বামী মারা যাওয়ার পর গরুগুলোই ছিল আমাদের সংসারের একমাত্র ভরসা। সেইটাও নিয়ে গেল চোরেরা। এখন বাচ্চাদের নিয়ে কীভাবে চলব বুঝতে পারছি না। চারদিকে খোঁজাখুঁজি করেও গরুগুলোর কোনো সন্ধান পাওয়া যায়নি।’

পরে রিনা আক্তার আনোয়ারা থানায় লিখিত অভিযোগ দেন। 

স্থানীয় গ্রাম পুলিশ সদস্য আকাশ বলেন,
‘গরু চুরির খবর শুনেছি। অভিযোগ করেছে কি না, সেটি যাচাই করছি। বিস্তারিত পরে বলা যাবে।’

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, ‘অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

একদিকে স্বামীর মৃত্যু, অন্যদিকে জীবিকার একমাত্র উৎস হারিয়ে রিনা আক্তার এখন সম্পূর্ণ বিপর্যস্ত। এলাকাবাসীর দাবি, রাতের বেলা গরু চুরি বাড়লেও চোর চক্রের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি, নইলে সাধারণ মানুষের জীবন আরও দুর্বিষহ হয়ে উঠবে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence