চশমা পরা পোষা বিড়াল নজর কাড়ল রামগঞ্জের প্রাণিসম্পদ মেলায়

রামগঞ্জে প্রাণিসম্পদ মেলায় চশমা পরা পোষা বিড়াল
রামগঞ্জে প্রাণিসম্পদ মেলায় চশমা পরা পোষা বিড়াল  © টিডিসি

রামগঞ্জে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৫-এ পশুপাখির সঙ্গে দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিল চশমা পরা এক পোষা বিড়াল। উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ প্রদর্শনীতে দেশি-বিদেশি নানা জাতের পশুপাখি, দুগ্ধজাত পণ্য ও খামারিদের উদ্ভাবনী উদ্যোগে সরগরম হয়ে ওঠে পুরো অনুষ্ঠানস্থল। শিক্ষার্থী, খামারি ও সাধারণ মানুষের উপস্থিতিতে দিনব্যাপী মেলা রূপ নেয় প্রাণিসম্পদবান্ধব এক মিলনমেলায়।

বুধবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় রামগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ফারাশিদ বিন এনাম।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রনি কুমার দের সভাপতিত্বে আয়োজিত এ প্রদর্শনীতে ৩০টির অধিক স্টলে দেশি-বিদেশি নানা জাতের পশুপাখি, হাঁস-মুরগি, গরু-ছাগলসহ উন্নতমানের দুগ্ধজাত পণ্য ও বিভিন্ন ধরনের পশুখাদ্য প্রদর্শন করা হয়। স্থানীয় খামারিরা তাদের উদ্ভাবনী উদ্যোগ ও সফলতার গল্প তুলে ধরেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কমল কুমার বর্মন, রামগঞ্জ পল্লী বিদ্যুতের ডিজিএম শাহীন রেজা ফরাজী, উপজেলা একাডেমিক সুপারভাইজার শরিফুল্লাহ আশ সামস, উপজেলা সমাজসেবা অফিসার আনোয়ার হোসেন, খামারী আর্মি সেলিমসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও খামারিরা।

দিনব্যাপী এ প্রদর্শণীকে ঘিরে খামারি, ছাত্রছাত্রী এবং সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতিতে পুরো প্রাঙ্গণ ছিল সরগরম। অনুষ্ঠানের মাধ্যমে আধুনিক পশুপালন, খামার ব্যবস্থাপনা ও প্রাণিসম্পদ উন্নয়নে সরকারের বিভিন্ন সেবা ও কর্মসূচি তুলে ধরা হয়।


সর্বশেষ সংবাদ