টুর্নামেন্টের উদ্বোধন © সংগৃহীত
তারুণ্যের উৎসব স্লোগানে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে পাবনায় শুরু হল আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৫। মঙ্গলবার (১৮ নভেম্বর) শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়।
কাকতালীয়ভাবে, এ দিনটিই ছিল পাবনার নবাগত জেলা প্রশাসক শাহেদ মোস্তফার প্রথম কর্মদিবস, যিনি এ টুর্নামেন্টের উদ্বোধনের মাধ্যমে জেলা প্রশাসক হিসেবে কর্ম দিবস শুরু করেন।
আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি নবাগত জেলা প্রশাসক শাহেদ মোস্তফার উপস্থিতিতে তরুণদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। জেলা প্রশাসক তার বক্তব্যে তরুণদের শক্তি ও উদ্যমকে দেশ ও পৃথিবী পরিবর্তনের মূল চালিকা শক্তি হিসেবে আখ্যায়িত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মনিরুজ্জামান, প্রেসক্লাব পাবনার সভাপতি ইঞ্জিনিয়ার সোহেল রানা বিপ্লব এবং জেলা ক্রীড়া অফিসার মো. তারিকুল ইসলাম। বক্তারা খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশের গুরুত্ব তুলে ধরেন এবং তরুণদের সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে আগামীর বাংলাদেশ গড়ার আহ্বান জানান।
টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে স্টেডিয়ামে ছিল উৎসবের আমেজ। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস, পাবনার যৌথ আয়োজনে এ টুর্নামেন্টটি তরুণদের মধ্যে ক্রীড়া উদ্দীপনা সৃষ্টি এবং তাদের মেধা ও মননকে সঠিক পথে চালিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।