এবার মশাল জ্বালিয়ে সাতক্ষীরা-২ আসনে প্রার্থী পরিবর্তনের দাবিতে মহাসড়ক অবরোধ

১৯ নভেম্বর ২০২৫, ১০:০১ PM
আব্দুল আলিমের সমর্থকদের মশাল মিছিল

আব্দুল আলিমের সমর্থকদের মশাল মিছিল © টিডিসি

এবার মশাল জ্বালিয়ে সাতক্ষীরা-খুলনা মহাসড়ক অবরোধ করেছেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক চেয়ারম্যান আব্দুল আলিমের সমর্থকেরা। সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর-দেবহাটা) আসনে বিএনপির বহিষ্কৃত নেতা আব্দুর রউফকে দলীয় প্রার্থী ঘোষণার প্রতিবাদ এবং আলিমকে ধানের শীষে মনোনয়ন দেওয়ার দাবিতে তারা বিক্ষোভ মিছিল করেন।

বুধবার (১৯ নভেম্বর) রাতে শহরতলির বিনেরপোতা এলাকায়  শতাধিক নেতা-কর্মী মশাল হাতে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পরে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের মাঝখানে দাঁড়িয়ে সড়ক অবরোধ ও সমাবেশ করেন তারা। এতে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

বিক্ষোভে বক্তব্য দেন লাবসা ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম, বিএনপি নেতা আতিয়ার রহমান, আবুল হাসান, ছাত্রদল নেতা আলামিন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আনারুল ইসলাম, ইউপি সদস্য ও বিএনপি নেতা তাজমিনুর রহমান টুটুল, ইসমাইল হোসেন নিরবসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

বক্তারা বলেন, দলের সংকটের সময়ে হামলা–মামলায় প্রথম পাশে দাঁড়িয়েছেন আলিম চেয়ারম্যান। ১৯৮৮ সাল থেকে তিনি জনপ্রতিনিধির দায়িত্ব পালন করছেন। টানা ১৯ বছর সদর উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেছেন। তিনি পরীক্ষিত, ত্যাগী নেতা, এই আসনে মনোনয়নের যোগ্যতাও তাঁরই সবচেয়ে বেশি।

তারা অভিযোগ করেন, বহিষ্কৃত একজন নেতাকে মনোনয়ন দিয়ে ত্যাগী ও পরীক্ষিত নেতাকে উপেক্ষা করা হলে তা মেনে নেওয়া যায় না। আলিমের সমর্থকেরা হুঁশিয়ারি দিয়ে বলেন, মনোনয়ন না দিলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

এর আগের দিন মঙ্গলবার (১৮ নভেম্বর) বেলা ১১টায় আলিম সমর্থকেরা আমতলা মোড়ে সড়কের ওপর শুয়ে পড়ে প্রতীকী প্রতিবাদ করেন এবং প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন। এরও আগে সোমবার (৩ নভেম্বর) রাতে বিসিক মোড় থেকে শতাধিক নেতা-কর্মী মশাল মিছিল বের করেন এবং মিছিলটি শিল্পী মোড়ে গিয়ে শেষ হয়।

টানা কয়েক দিনের মশাল মিছিল, সড়ক অবরোধ ও বিক্ষোভে উত্তাপ ছড়িয়েছে সাতক্ষীরার রাজনৈতিক অঙ্গনে। আলিম সমর্থকেরা ঢালাও অভিযোগ তুলে বলেন, ত্যাগী নেতাকে বাদ দিয়ে বহিষ্কৃত নেতার মনোনয়ন বহাল থাকল আন্দোলন আরও বিস্তৃত হবে।

বিয়ের এক বছরের মাথায় ভাঙনের মুখে তাহসানের দ্বিতীয় সংসারও
  • ১১ জানুয়ারি ২০২৬
নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণ, ৮ শ্রমিক দগ্ধ
  • ১১ জানুয়ারি ২০২৬
৩৯ বছর পর ম্যানসিটির ১০ গোলের তাণ্ডব, লন্ডভন্ড এক্সটার সিটি
  • ১১ জানুয়ারি ২০২৬
বল বাসার চালে পড়ায় গরম পানি নিক্ষেপ; দগ্ধ হয়ে বার্ন ইউনিটে …
  • ১১ জানুয়ারি ২০২৬
সুখটান দেওয়া বিড়ির মধ্যেও দাঁড়িপাল্লার দাওয়াত: বিতর্কিত …
  • ১১ জানুয়ারি ২০২৬
নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্নে ‘আরেকবার চেষ্টা করে দেখার…
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9