প্রথমবারের মতো নারী জেলা প্রশাসক পেল বরগুনা

জেলা প্রশাসক তাছলিমা আক্তার
জেলা প্রশাসক তাছলিমা আক্তার  © সংগৃহীত

প্রথমবারের মতো নারী জেলা প্রশাসক পেল বরগুনা। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাম্প্রতিক প্রজ্ঞাপনে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের উপসচিব তাছলিমা আক্তারকে বরগুনার নতুন জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দিনগত রাতে জারি করা এ প্রজ্ঞাপনে আরও বলা হয়, বরগুনার জেলা প্রশাসক হিসেবে মাত্র পাঁচ দিন আগে পদায়ন পাওয়া সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহের পদায়ন স্থগিত করা হয়েছে।

একই প্রজ্ঞাপনে বরগুনার বর্তমান জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলমকে ঢাকার জেলা প্রশাসক হিসেবে বদলি করা হলেও সেই নির্দেশটিও স্থগিত করে তাঁকে নোয়াখালী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নতুনভাবে পদায়ন করা হয়েছে।

এর আগে গত ৮ নভেম্বর রাতে জারি করা আদেশে বরগুনার ডিসি শফিউল আলমকে ঢাকার ডিসি এবং সন্দ্বীপ কুমার সিংহকে বরগুনার ডিসি হিসেবে পদায়ন করা হয়েছিল।

বরগুনায় প্রথম নারী জেলা প্রশাসকের দায়িত্ব গ্রহণ নিয়ে স্থানীয়দের মধ্যে নতুন প্রত্যাশার সৃষ্টি হয়েছে।

বরগুনার সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি মনির হোসেন কামাল বলেন, ‘কর্মক্ষেত্রে নারী-পুরুষ বলে কিছু নেই। দক্ষতা ও অভিজ্ঞতাই এখানে মুখ্য। বহু ক্ষেত্রে আমরা দেখেছি, নারীরা তুলনামূলক বেশি দায়িত্বশীল ও যোগ্যতার প্রমাণ রেখেছেন। বরগুনা উপকূলীয় জেলা—এখানে কাজ করার রয়েছে ব্যাপক সুযোগ। মানুষও আন্তরিক। প্রথমবারের মতো বরগুনা একজন নারী জেলা প্রশাসক পেল—এটি একটি ইতিবাচক পদক্ষেপ। আমরা বিশ্বাস করি, তিনি তার আন্তরিকতা, কর্মদক্ষতা ও দূরদৃষ্টির মাধ্যমে এ জেলার উন্নয়নযাত্রাকে আরও বেগবান করবেন।’

বরগুনাবাসীও তার কাছে উচ্চ প্রত্যাশা রেখে নতুন অধ্যায়ের সূচনার অপেক্ষায়।


সর্বশেষ সংবাদ