৩৭ কেজি ওজনের ‘কালো পোয়া’র দাম উঠল ১ লাখ ২০ হাজার টাকা

বঙ্গোপসাগরে জেলের বড়শিতে ধরা পড়েছে ৩৭ কেজি ওজনের এই ‘কালো পোয়া’ মাছ
বঙ্গোপসাগরে জেলের বড়শিতে ধরা পড়েছে ৩৭ কেজি ওজনের এই ‘কালো পোয়া’ মাছ  © টিডিসি

বঙ্গোপসাগরে জেলের বড়শিতে ধরা পড়েছে ৩৭ কেজি ওজনের এক বিরল ‘কালো পোয়া’ মাছ, যার দাম উঠেছে ১ লাখ ২০ হাজার টাকা। পটুয়াখালীর কলাপাড়ার মহিপুর মৎস্য বন্দরে ওঠার পর মুহূর্তেই মাছটি দেখতে ভিড় জমায় শত শত কৌতূহলী মানুষ।

বুধবার (১২ নভেম্বর) সকালে মাছটি যখন পটুয়াখালীর মহিপুর মৎস্য বন্দরের মনোয়ারা ফিশে আনা হয়, তখনই শুরু হয় কৌতূহলী জনতার ভিড়। অনেকে মোবাইলে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন।

মাছটি ধরেছেন ‘আল্লাহর দান’ নামের ট্রলারের মাঝি মো. তরিকুল। তিনি জানান, বড়শিতে এমন মাছ ওঠা তার জীবনের প্রথম অভিজ্ঞতা। বাজারে উঠাতেই মাছটির দাম ১ লাখ ২০ হাজার টাকা পর্যন্ত হাঁকা হয়। তবে তরিকুল মাছটি এখনই বিক্রি করছেন না,  বরং আরও ভালো দামের আশায় চট্টগ্রামে পাঠানোর প্রস্তুতি নিচ্ছেন।

স্থানীয় মৎস্য ব্যবসায়ী মাহতাব হাওলাদার বলেন, এমন মাছ সচরাচর ধরা পড়ে না। আজ সকালে মাছটি দেখতে মানুষ হুমড়ি খেয়ে পড়েছে। দাম শুনে সবাই অবাক।

ইকোফিশ বাংলাদেশের গবেষণা সহকারী বখতিয়ার রহমান জানান, কালো পোয়া এক দুষ্প্রাপ্য প্রজাতির সামুদ্রিক মাছ। এর বায়ুথলি আন্তর্জাতিক বাজারে অত্যন্ত দাম। বিশেষত চীনা ঐতিহ্যবাহী ওষুধ ও প্রসাধনী তৈরিতে এটি ব্যবহৃত হয়।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, জেলেরা এ ধরনের দুষ্প্রাপ্য মাছ শিকার করছেন, এটা উপকূলীয় মৎস্য সম্পদের জন্য আশাব্যঞ্জক। মাছ শিকারে নিষেধাজ্ঞা কার্যকর থাকায় এর সুফল এখন জেলেরা পাচ্ছেন।


সর্বশেষ সংবাদ