বিএনপির মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা, হাজার জনতার মিছিল

জনতার মিছিল
জনতার মিছিল  © টিডিসি ফটো

এমপি প্রার্থী এখনো সুদূর আমেরিকায়। প্রার্থীর পক্ষে মিছিল মিটিং করছে জনগন। তবে তিনি বিএনপির মনোনয়ন না পেলেও স্বতন্ত্রী হিসাবে জনগনের পাশে থাকার ওয়াদাবদ্ধ হয়েছেন বলে জানিয়েছেন কর্মী সমর্থকরা। ময়মনসিংহ-৬ ফুলবাড়ীয়া আসনে এমন ব্যতিক্রমি প্রচার প্রচারনা চলছে দীর্ঘ কয়েকমাস ধরে।

ময়মনসিংহ- ফুলবাড়ীয়া আসনের বিএনপির সাবেক এমপি মরহুম ইঞ্জিনিয়ার শামছ উদ্দিন আহমদের ছেলে তানভির আহমেদ রানা থাকেন সুদূর আমেরিকায়। কয়েকবার ছুটি নিয়ে এসে পুরো আসন চষে বেড়িছেন। ছুটি শেষ হওয়ায় আবার তিনি আমেরিকায় চলে গেছেন। দেশের ফিরবেন আগামী ১৬ নভেম্বরের দিকে। কিন্তু থেমে নেই তার নির্বাচনী প্রচার প্রচারণা। প্রতিদিন সংসদীয় আসনের বিভিন্ন বাজারে হচ্ছে মিটিং মিছিল। সোমবার (১১ নভেম্বর) বিকালে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে উপজেলা সদরের সরকারি ফুলবাড়ীয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিশাল আলোচনা সভায় প্রার্থী পরিবর্তনের দাবি করে আগত বক্তারা। উপজেলার ১৩টি ইউনিয়ন একটি পৌরসভা থেকে হাজার হাজার নেতাকর্মীরা মিছিল নিয়ে এসে আলোচনা সভায় যোগদান করে।

আরও পড়ুন: দুই মেডিকেল কলেজে শিক্ষার্থী ভর্তি বন্ধ

আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপির সাবেক এমপি মরহুম ইঞ্জিনিয়ার শামছ উদ্দিন আহমদের সহধর্মীনী ও তানভির আহমেদ রানার মা আখতার সুলতানা। তিনি তার বক্তৃতায় তার মরহুম স্বামীর কাজের মূল্যায়ন করে তার ছেলে তানভির আহমেদ রানার হাতকে শক্তিশালী করার আহবান জানান।

আমেরকিা থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রবাসী তানভির আহমেদ রানা। তিনি বলেন, আমি আপনাদের সাথে আছি। অচিরেই আপনাদের সাথে আমার দেখা হবে। পরে বিপ্লব ও সংহতি দিবেসের র‌্যালী একটি বিশাল র‌্যালী উপজেলা সদর প্রদক্ষিন করে ভালুকজানা বাজারে গিয়ে শেষ হয়।

প্রসঙ্গত, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে উপজেলা বিএনপির আহবায়ক আখতারুল আলম ফারুককে ধানের  শীষের মনোনয়ন দেয়া হয়েছে। আখতারুল আলম ফারুক সম্পর্কে তানভির আহমেদ  রানার চাচাতো ভাই।


সর্বশেষ সংবাদ