গাজীপুরে সড়ক দুর্ঘটনার জেরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, দুই ঘণ্টা স্থবির যান চলাচল
- গাজীপুর প্রতিনিধি
- প্রকাশ: ২২ অক্টোবর ২০২৫, ১১:১৫ PM
গাজীপুরে সড়ক দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে। এতে প্রায় দুই ঘণ্টা ধরে যান চলাচল বন্ধ থাকায় সৃষ্টি হয়েছে চরম ভোগান্তি।
বুধবার (২২ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর মহানগরের হারিকেন এলাকায় এ অবরোধের ঘটনা ঘটে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছে কাজ করছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, হারিকেন এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় এক পথচারীকে একটি ট্রাক চাপা দেয়। এতে তার দুটি পা থেঁতলে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। এ ঘটনার পর ক্ষুব্ধ জনতা মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন।
ফলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোড় থেকে ভোগড়া বাইপাস পর্যন্ত এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বোর্ডবাজার থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
রাত সাড়ে ১১টা পর্যন্ত মহাসড়ক অবরোধ থাকায় যান চলাচল স্বাভাবিক হয়নি বলে জানা গেছে।