বটতলী-ওয়াবদ্দার পাড়া সড়কের বেহাল দশা, জনদুর্ভোগ চরমে

মাঝরপাড়া-ওয়াবদ্দার পাড়া সড়কের চরম বেহাল অবস্থা

মাঝরপাড়া-ওয়াবদ্দার পাড়া সড়কের চরম বেহাল অবস্থা © টিডিসি

চট্টগ্রামের আনোয়ারায় বটতলী মাঝরপাড়া-ওয়াবদ্দার পাড়া সড়কের চরম বেহাল দশায় জনদুর্ভোগ চরমে উঠেছে। দীর্ঘ পাঁচ বছর ধরে সংস্কারের অভাবে আড়াই কিলোমিটার সড়কজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য গর্ত, কোথাও কোথাও তৈরি হয়েছে গভীর খাদ। সামান্য বৃষ্টিতেই এসব গর্তে জমে থাকে পানি, ফলে সড়কটি এখন একপ্রকার মরণফাঁদে পরিণত হয়েছে।

সরেজমিনে দেখা যায়, এই গুরুত্বপূর্ণ সড়ক দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ চলাচল করেন। বটতলী শাহ মোহসেন আউলিয়া (রহ.) উচ্চ বিদ্যালয়, এয়াকুবিয়া মাদ্রাসা, বটতলী শাহ মোহসেন আউলিয়া (রহ.) ডিগ্রি কলেজসহ বিভিন্ন প্রাথমিক ও কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা এই পথেই প্রতিদিন যাতায়াত করে। এ ছাড়া বটতলী, বরুমচড়া ও জুঁইদণ্ডী ইউনিয়নের হাজারো মানুষ হাটবাজার, শিল্পকারখানা, উপজেলা সদরসহ শহরমুখী যোগাযোগে এই সড়কের ওপরই নির্ভরশীল।

তবে দীর্ঘদিন ধরে সংস্কারের ছোঁয়া না লাগায় এখন এই সড়কে স্বাভাবিক চলাচলই দুরূহ হয়ে পড়েছে। গর্তে আটকে যানবাহন বিকল হয়ে পড়া কিংবা মোটরসাইকেল আরোহীদের পড়ে আহত হওয়া এখানে এখন নিয়মিত ঘটনা।

স্থানীয় বাসিন্দা মো. আসিফ ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এই সড়ক দিয়ে তিন ইউনিয়নের মানুষ প্রতিদিন চলাচল করে। এত গুরুত্বপূর্ণ সড়ক হয়েও আওয়ামী লীগের সময় থেকে এখন পর্যন্ত কোনো সংস্কার হয়নি। খানাখন্দে ভরা এই সড়ক এখন চলাচলের অনুপযোগী হয়ে গেছে। দ্রুত সংস্কার না হলে ২০ হাজারের বেশি মানুষ ভোগান্তিতে পড়বে।’

স্কুলছাত্রী নিফা আক্তার বলে, ‘বরুমচড়া থেকে বটতলী স্কুলে যাওয়া এখন অনেক কষ্টের। সড়কটা এত খারাপ হয়ে গেছে যে হাঁটতেও ভয় লাগে। আমরা দ্রুত সড়কটি মেরামতের দাবি জানাচ্ছি।’

এ বিষয়ে জানতে চাইলে আনোয়ারা উপজেলা প্রকৌশলী জাহেদুল আলম চৌধুরী বলেন, সড়কটি সংস্কারের জন্য ইতোমধ্যে ঢাকায় প্রতিবেদন পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই কাজ শুরু করা হবে। সংস্কার শেষ হলে স্থানীয় জনসাধারণের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে।

রাকসু জিএস আম্মারের মানসিক চিকিৎসার দাবিতে মানববন্ধন করবে ছ…
  • ১৯ জানুয়ারি ২০২৬
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন আবারও বন্ধ
  • ১৯ জানুয়ারি ২০২৬
ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা
  • ১৯ জানুয়ারি ২০২৬
কুবিতে ‘পাটাতন’ এর প্রথম কার্যনির্বাহী কমিটি গঠন
  • ১৯ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের সঙ্গে ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের নেতাদের সাক্ষাৎ
  • ১৯ জানুয়ারি ২০২৬
কাল ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৮ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9