আনোয়ারায় টাইফয়েড টিকার প্রচারণা সীমিত, ঝরেপড়া শিশুরা অনিশ্চয়তায়
- আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
- প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ১০:২৯ PM
টাইফয়েড টিকা নিয়ে সরকারের জাতীয় কর্মসূচি মাঠে কার্যকর না হয়ে আনোয়ারায় যেন আটকে গেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এসি রুমে। সাধারণ অভিভাবকদের ৫০ শতাংশই এখনো জানে না টাইফয়েড টিকার নিবন্ধন প্রক্রিয়া সম্পর্কে। ফলে ঝরেপড়া শিশুরা টিকা গ্রহণের অনিশ্চয়তায় পড়েছে।
সরকারি নির্দেশনা অনুযায়ী, আগামী ১২ অক্টোবর থেকে শুরু হবে টাইফয়েড টিকা প্রদান কর্মসূচি। আর এর জন্য গত ১ আগস্ট থেকে অনলাইন নিবন্ধন চালু হয়েছে। তবে আনোয়ারায় স্বাস্থ্য বিভাগের প্রচারণা সীমিত থাকায় সাধারণ জনগণ বিষয়টি সম্পর্কে অবগত নয়। েউপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে বৈঠক করলেও মাঠে কোনো দৃশ্যমান প্রচারণা নেই। ফলে সরকারের বড় উদ্যোগটি ভেস্তে যেতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের।
গহিরা এলাকার কৃষক সেলিম উদ্দিন বলেন, ‘আমার এক ছেলে, এক মেয়ে। কীভাবে টাইফয়েড টিকা পাবে, সেটা আমি জানিই না। কেউ আমাদের বলেনি।’
বিভিন্ন বিদ্যালয়ের প্রধানরা জানিয়েছেন, তাদের প্রতিষ্ঠানে প্রায় ৭০ শতাংশ শিক্ষার্থী নিবন্ধন করলেও বাকিরা এখনো বাইরে। ফলে সরকারের এই গুরুত্বপূর্ণ টিকা কর্মসূচি বাস্তবায়ন নিয়েই প্রশ্ন উঠছে।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, ‘আমরা শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে সভা করেছি। অভিভাবকেরা নিজেরাই অনলাইনে নিবন্ধন করবে, তারা না জানলে তো আমাদের তেমন কিছু করার নেই।’
তিনি আর বলেন, ‘সচেতন করতে মাঠপর্যায়ে সচেতনতা তৈরিতে আমাদের কর্মীরা কাজ করছে। কোনো এলাকার সুনির্দিষ্ট তথ্য থাকলে জানাতে অনুরোধ করেন তিনি।
তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার বলেন, ‘মাঠপর্যায়ে নিবন্ধন বুথ করার নির্দেশনা নীতিমালায় রয়েছে। আমি স্বাস্থ্য কর্মকর্তাকে বিষয়টি বাস্তবায়নে বলব।’