ময়মনসিংহে হারিয়ে যাওয়া গারো ঐতিহ্য ‘চু-গান’ উৎসব

০৩ অক্টোবর ২০২৫, ০৭:১১ PM
ওয়াসি ‘চু-গান’ উৎসব

ওয়াসি ‘চু-গান’ উৎসব © টিডিসি

দীর্ঘদিন পর ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার ভারত-মেঘালয় সীমান্তঘেঁষা দিঘলবাগ গ্রামে অনুষ্ঠিত হলো গারো সম্প্রদায়ের বিলুপ্তপ্রায় ঐতিহ্যবাহী ওয়াসি ‘চু-গান’ উৎসব। 

আজ শুক্রবার (৩ অক্টোবর) সকালে গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত দিঘলবাগ গ্রামে এই উৎসবের আয়োজন করে গারোদের দুয়াল গোত্রের মানুষজন। উৎসবটি আয়োজনে সহযোগিতা করে বিরিশিরি কালচারাল একাডেমি।

চু-গান উৎসব গারোদের একটি প্রাচীন সাংস্কৃতিক উৎসব, যা মূলত নতুন ফসল উৎসর্গ এবং মৃত স্বজনদের স্মরণে পালিত হয়। প্রতি বছর আউশ ও আমন ধানের মৌসুমে এই উৎসব অনুষ্ঠিত হয়ে আসছিল। এতে গারো তরুণী থেকে শুরু করে বৃদ্ধরাও অংশ নেন। নাচ, গান ও পারস্পরিক আনন্দ বিনিময়ের মধ্য দিয়ে উৎসবটি পালন করা হয়। 

তবে অর্থনৈতিক সংকট ও সামাজিক পরিবর্তনের কারণে বহুদিন ধরে এই উৎসব হারিয়ে যেতে বসেছিল। দিঘলবাগ গ্রামে দুয়াল সম্প্রদায়ের সংখ্যাধিক্যের কারণে স্থানীয়দের উদ্যোগে এবং কালচারাল একাডেমির সহায়তায় এবার পুনরায় এই ঐতিহ্যবাহী উৎসব অনুষ্ঠিত হয়।

ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় চেয়ারম্যান অরন্য ই চিরান বলেন, গারোদের মধ্যে ১৩টি গোত্র রয়েছে, তার মধ্যে দুয়াল সম্প্রদায়ই মূলত চু-গান উৎসব পালন করে। বর্ষাকালে ধান কাটার মৌসুমে এই উৎসবের মাধ্যমে মৃত ব্যক্তিদের প্রতীকীভাবে স্মরণ করা হয় এবং নতুন ফসল উৎসর্গ করা হয়।

চু-গান উৎসব আমাদের সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। এটি দীর্ঘদিন পর আবার ফিরে আসায় আমরা আশাবাদী যে, ভবিষ্যত প্রজন্ম এই ঐতিহ্য লালন করবে।

শিক্ষার্থীদের হাতে আটক চবির আওয়ামীপন্থি শিক্ষক রোমান শুভ
  • ১০ জানুয়ারি ২০২৬
ইসলামী বক্তা কামরুল ইসলাম সাঈদ আনসারীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা
  • ১০ জানুয়ারি ২০২৬
আসন সমঝোতায় বিএনপিতে ‘অবিশ্বাস’, জামায়াতে ‘বিভক্তি’
  • ১০ জানুয়ারি ২০২৬
মনোনয়ন বৈধ ঘোষণার পর প্রতিক্রিয়া জানালেন তাসনিম জারা
  • ১০ জানুয়ারি ২০২৬
স্নাতকোত্তরে প্রথম হলেন কুবি শিবির সেক্রেটারি সাইফুল ইসলাম
  • ১০ জানুয়ারি ২০২৬
রেড ক্রিসেন্ট সোসাইটিতে চাকরি, আবেদন শেষ ১৫ জানুয়ারি
  • ১০ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9