ময়মনসিংহে হারিয়ে যাওয়া গারো ঐতিহ্য ‘চু-গান’ উৎসব

০৩ অক্টোবর ২০২৫, ০৭:১১ PM
ওয়াসি ‘চু-গান’ উৎসব

ওয়াসি ‘চু-গান’ উৎসব © টিডিসি

দীর্ঘদিন পর ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার ভারত-মেঘালয় সীমান্তঘেঁষা দিঘলবাগ গ্রামে অনুষ্ঠিত হলো গারো সম্প্রদায়ের বিলুপ্তপ্রায় ঐতিহ্যবাহী ওয়াসি ‘চু-গান’ উৎসব। 

আজ শুক্রবার (৩ অক্টোবর) সকালে গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত দিঘলবাগ গ্রামে এই উৎসবের আয়োজন করে গারোদের দুয়াল গোত্রের মানুষজন। উৎসবটি আয়োজনে সহযোগিতা করে বিরিশিরি কালচারাল একাডেমি।

চু-গান উৎসব গারোদের একটি প্রাচীন সাংস্কৃতিক উৎসব, যা মূলত নতুন ফসল উৎসর্গ এবং মৃত স্বজনদের স্মরণে পালিত হয়। প্রতি বছর আউশ ও আমন ধানের মৌসুমে এই উৎসব অনুষ্ঠিত হয়ে আসছিল। এতে গারো তরুণী থেকে শুরু করে বৃদ্ধরাও অংশ নেন। নাচ, গান ও পারস্পরিক আনন্দ বিনিময়ের মধ্য দিয়ে উৎসবটি পালন করা হয়। 

তবে অর্থনৈতিক সংকট ও সামাজিক পরিবর্তনের কারণে বহুদিন ধরে এই উৎসব হারিয়ে যেতে বসেছিল। দিঘলবাগ গ্রামে দুয়াল সম্প্রদায়ের সংখ্যাধিক্যের কারণে স্থানীয়দের উদ্যোগে এবং কালচারাল একাডেমির সহায়তায় এবার পুনরায় এই ঐতিহ্যবাহী উৎসব অনুষ্ঠিত হয়।

ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় চেয়ারম্যান অরন্য ই চিরান বলেন, গারোদের মধ্যে ১৩টি গোত্র রয়েছে, তার মধ্যে দুয়াল সম্প্রদায়ই মূলত চু-গান উৎসব পালন করে। বর্ষাকালে ধান কাটার মৌসুমে এই উৎসবের মাধ্যমে মৃত ব্যক্তিদের প্রতীকীভাবে স্মরণ করা হয় এবং নতুন ফসল উৎসর্গ করা হয়।

চু-গান উৎসব আমাদের সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। এটি দীর্ঘদিন পর আবার ফিরে আসায় আমরা আশাবাদী যে, ভবিষ্যত প্রজন্ম এই ঐতিহ্য লালন করবে।

এবার সেনাবাহিনী-পুলিশ-র‍্যাবকে নিয়ে পোস্ট জামায়াত আমিরের
  • ৩১ জানুয়ারি ২০২৬
ক্যাশিয়ার নিয়োগ দেবে মীনা বাজার, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ৩১ জানুয়ারি ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা, জরিমানা দেড় লাখ টাকা
  • ৩১ জানুয়ারি ২০২৬
টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে নতুন বিতর্কে আইসিসি
  • ৩১ জানুয়ারি ২০২৬
দুই আলেম ও বিএনপির বিদ্রোহী প্রার্থী, ত্রিমুখী লড়াইয়ে সিলে…
  • ৩১ জানুয়ারি ২০২৬
ফিল্ড অফিসার নিয়োগ দেবে রেড ক্রিসেন্ট সোসাইটি, আবেদন শেষ ৭ …
  • ৩১ জানুয়ারি ২০২৬