ঝালকাঠিতে মধ্যরাত থেকে মাছ ধরায় নিষেধাজ্ঞা শুরু
- ঝালকাঠি প্রতিনিধি
- প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৫, ০৬:৪৪ PM
পদ্মা-মেঘনাসহ ইলিশের বিচরণ রয়েছে এমন নদ-নদীতে মধ্যরাত থেকে শুরু হচ্ছে ২২ দিনের নিষেধাজ্ঞা। এই নির্দেশ মোতাবেক ঝালকাঠির সুগন্ধা, বিষখালী ও হলতা নদীতে রাত ১২টা থেকে শুরু হবে মৎস্য দপ্তরের অভিযান।
জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, মৎস্য দপ্তর এবং কোস্টগার্ড টানা ২২ দিনের অভিযানের জন্য সব প্রস্তুতি নিয়েছে।
নিষেধাজ্ঞা এবং বৈরি আবহাওয়া থাকায় ঝালকাঠির নদীগুলোতে আগে থেকেই মাছ ধরা নৌযান নোঙর করে রাখছেন জেলেরা। তবে মৌসুমী জেলেদের আনাগোনা দেখা গেছে নলছিটির মাটিভাঙ্গা, সদরের দেউরী ও দিয়াকুল, রাজাপুরের চল্লিশ কাহনীয়া এবং কাঠালিয়ার বিষখালী নদীর কয়েকটি পয়েন্টে।
আগামী ২৫ অক্টোবর পর্যন্ত মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল করার লক্ষ্যে জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আগামী ২২ দিন মা ইলিশ ধরা বন্ধ থাকা অবস্থায় মৌসুমী জেলে ও বিক্রেতাদের কোনো ছাড় দেয়া হবে না। ১৭ কিলোমিটার জুড়ে নদীসহ এবার নদী তীরবর্তী স্থলপথেও অভিযান চালানো হবে। দিনে ও রাতে পৃথকভাবে ৮টি টহল টিম অভিযান পরিচালনা করবে।’
তিনি বলেন, ‘এই ২২ দিন মা ইলিশ ধরা, বিক্রি ও ক্রয়ের সঙ্গে যাদেরকে পাওয়া যাবে সবাইকেই আইনের আওতায় নেওয়া হবে। তাতে যদি মৎস্য অফিসের কেউ জড়িত থাকে তারও বিচার করা হবে।’