পাওনা টাকার জন্য বৃদ্ধের ঘরের টিন খুলে নিলেন পাওনাদার!
- গাইবান্ধা প্রতিনিধি
- প্রকাশ: ০২ অক্টোবর ২০২৫, ১০:১০ PM , আপডেট: ০২ অক্টোবর ২০২৫, ১০:১১ PM
মাত্র এক হাজার টাকার জন্য বৃদ্ধের মাথার ওপর থেকে ছাউনি কেড়ে নেওয়া—এ যেন অমানবিকতার চরম দৃষ্টান্ত। এমনই হৃদয়বিদারক ঘটনা ঘটেছে গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের রূপনাথপুর গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের ষাটোর্ধ্ব মতিয়ার রহমানের নাতি কয়েক মাস আগে প্রতিবেশী সাজু মিয়ার ছেলে সুরুজ মিয়ার কাছ থেকে মোবাইল মেরামতের জন্য এক হাজার টাকা ধার নেন। কিন্তু নির্ধারিত সময়ে টাকা ফেরত দিতে না পারায় গত ২৮ সেপ্টেম্বর পাওনাদার সুরুজ মিয়া বৃদ্ধ মতিয়ার রহমানের বসতঘরের ১০-১২টি টিন জোরপূর্বক খুলে নিয়ে যায়।
ঘরহারা হয়ে অসহায় জীবন কাটাচ্ছেন মতিয়ার রহমান ও তার স্ত্রী জমিলা বেগম। অশ্রুসিক্ত কণ্ঠে জমিলা বেগম বলেন, ‘আমাদের একমাত্র মাথাগোঁজার ঠাঁই এই ঘরের টিন খুলে নিয়ে গেছে। কত অনুরোধ করেছি, কিন্তু সুরুজ কোনো কথা শোনেনি। এখন বৃষ্টি এলে ভিজে যেতে হয়। আমরা কোথায় যাব?’
এরই মধ্যে ভুক্তভোগী বৃদ্ধের স্ত্রী জমিলা বেগম ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রে লিখিত অভিযোগ করেছেন। তবে অভিযোগের পরও এখনো তাদের কোনো প্রতিকার মেলেনি।
স্থানীয় ইউপি সদস্য রুহুল আমিন বলেন, ‘আমি নিজেও বিষয়টি মীমাংসার চেষ্টা করেছি। কিন্তু সুরুজ মিয়া আমার কথাও শোনেনি।’
অভিযুক্ত সুরুজ মিয়ার মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এ বিষয়ে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ স্বপন কুমার সরকার ‘দ্য ডেইলি ক্যাম্পাস’কে বলেন, ‘বিষয়টি নিয়ে আমরা আগামীকালই তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করব।’