কিশোরগঞ্জে সাংবাদিক আতাউস সামাদের ১৩তম মৃত্যুবার্ষিকী পালিত
- কিশোরগঞ্জ প্রতিনিধি
- প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০২ PM
কিশোরগঞ্জস্থ করিমগঞ্জ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ কমিটি ও ভোরের আলো সাহিত্য আসরের যৌথ উদ্যোগে বিবিসি খ্যাত সাংবাদিক আতাউস সামাদের ১৩তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় কিশোরগঞ্জ মডেল থানা মার্কেটের মডার্ন ডেন্টাল চেম্বারে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানটি কোরআন তেলাওয়াত ও এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে শুরু হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জস্থ করিমগঞ্জ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ কমিটির সভাপতি ও বিআরডিবির উপ-পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান ভূঁইয়া। ভোরের আলো সাহিত্য আসরের প্রতিষ্ঠাতা মো. রেজাউল হাবিব রেজা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিদিন পত্রিকার কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি সাইফউদ্দীন আহমেদ লেনিন। বিশেষ আলোচক ছিলেন দৈনিক সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি আবু তাহের।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- করিমগঞ্জ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ কমিটি ও মফস্বল সাংবাদিক সংস্থা করিমগঞ্জের সভাপতি শেখ আবুল মুনসুর লনু, সাংবাদিক মো. আবুল কাসেম, বেসরকারি গণগ্রন্থাগারের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. রুহুল আমিন, শিল্পী মো. শফিকুল ইসলাম, শিল্পী এস কে রাজু, বাউল শিল্পী মো. কবির হোসেন, জ্ঞানতীর্থ গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা আলমগীর অলিক, কবি ও ছড়াকার হিরন আকন্দ, কবি সোহানুর রহমান, মো. আরমান মিয়া, ভোরের আলোর উপদেষ্টা দন্ত চিকিৎসক মো. হিরা মিয়া, ভোরের আলোর সদস্য মোছা. আকলিমা খাতুন।
অনুষ্ঠানে প্রয়াত সাংবাদিক আতাউস সামাদের স্মরণে সংগীত পরিবেশনা, কবিতা পাঠ, আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়। শেষে সভাপতি মোহাম্মদ হাফিজুর রহমান উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।