নাটোরে নজর কাড়ছে সোনালি পাট দিয়ে তৈরি দুর্গার প্রতিমা
- নাটোর প্রতিনিধি
- প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৯ PM
নাটোরে এবার দুর্গাপূজায় ভক্ত-দর্শনার্থীদের নজর কাড়ছে সোনালি পাট দিয়ে তৈরি দুর্গার প্রতিমা। দেখে মনে হচ্ছে, সোনার আবরণে মোড়ানো দেবী দুর্গা। লালবাজার কদমতলার রবি সূতম সংঘের উদ্যোগে তৈরি এই প্রতিমা ইতিমধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে।
প্রতিমাটি নির্মাণ করেছেন লালবাজারের প্রতিমাশিল্পী বিশ্বজিৎ পালের নেতৃত্বে চার সদস্যের দল। গত বছর তাঁরাই তৈরি করেছিলেন সোনালি ধানের দুর্গাপ্রতিমা, যা দেশজুড়ে আলোড়ন তুলেছিল। এবারও সেই ধারাবাহিকতায় প্রায় ২০ কেজি সোনালি পাট ব্যবহার করে প্রতিমা তৈরি করা হয়েছে। দেবী দুর্গাসহ লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, অসুর ও সিংহও একইভাবে পাটের আঁশে শৈল্পিকভাবে ফুটিয়ে তোলা হয়েছে। শাড়ি, অলংকার থেকে শুরু করে প্রতিটি সাজসজ্জায় ব্যবহৃত হয়েছে সূক্ষ্ম পাটের বুনন।
প্রতিমাশিল্পী বিশ্বজিৎ পাল জানান, প্রায় দুই মাস আগে কাঠ, বাঁশ, পাট ও বিচালির কাঠামো তৈরি করে মাটির আকৃতি দেওয়া হয়। মাটি শুকানোর পর সোনালি পাট দিয়ে প্রতিমা মুড়িয়ে তোলা হয়। তিনি বলেন, “পাট দিয়ে বুনন কাজটা বেশ চ্যালেঞ্জিং ছিল। তবে এর মধ্যেই দেবীর শৈল্পিক সৌন্দর্য ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।”
রবি সূতম সংঘের সাধারণ সম্পাদক পার্থ রায় বারনইকে বলেন, প্রতিবছর ভক্তদের আকৃষ্ট করতে তারা ভিন্নধর্মী প্রতিমা তৈরি করেন। তিনি আশা প্রকাশ করেন, এবারের সোনালি পাটের প্রতিমাও দেশ-বিদেশে আলোড়ন তুলবে।
এদিকে জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট খগেন্দ্রনাথ রায় বারনইকে জানান, এ বছর নাটোরে ৩৬৮টি মন্দির ও মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে, যা গত বছরের চেয়ে ১৪টি বেশি। নিরাপত্তা নিশ্চিতে পুলিশ, র্যাব ও সেনাবাহিনী প্রস্তুত রয়েছে। প্রতিটি পূজা মণ্ডপে সিসি ক্যামেরার আওতায় রাখা হবে।
তিনি বলেন, “নাটোর একটি শান্তিপ্রিয় জেলা। দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের হলেও এটি এখন সার্বজনীন উৎসব। সবাই মিলে আনন্দ ভাগাভাগি করে উদযাপন করি।”