ফায়ার ফাইটার শামীম আহমেদকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয় © টিডিসি
নেত্রকোনার কেন্দুয়ার ফায়ার সার্ভিস কর্মী শামীম আহমেদ (রুকেল) টঙ্গীর কেমিক্যাল গোডাউনের অগ্নিকাণ্ডে দায়িত্ব পালন করতে গিয়ে গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে মৃত্যুবরণ করেছেন।
আজ সকাল সাড়ে ১০টায় জানাজা নামাজ অনুষ্ঠিত হওয়ার পর কেন্দুয়া উপজেলার পিজাহাতী গ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়েছে।
জানাজায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদারসহ ফায়ার সার্ভিস বিভাগের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্বসহ এলাকার মানুষ উপস্থিত ছিলেন।
গত সোমবার গাজীপুরের টঙ্গীতে একটি কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেখানে আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট কাজ করে। এ সময় ফায়ার সার্ভিসের কর্মকর্তাসহ কয়েকজন গুরুতর দগ্ধ হন। এর মধ্যে শামীম আহমেদের (রুকেল) প্রায় ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল। পরে দগ্ধদের উদ্ধার করে দ্রুত মেডিকেল কলেজে নিয়ে গেলে বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার দুপুরে শামীম আহমেদ (রোকেল) মৃত্যুবরণ করেন।