নওগাঁয় ৪০ লাখ টাকার বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে র্যাব
- নওগাঁ প্রতিনিধি
- প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৩ PM
নওগাঁর পোরশায় একটি আমবাগান থেকে ৪০ লাখ টাকা মূল্যের একটি বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে র্যাব-৫। এ সময় পাচারকারী সিন্ডিকেটের সদস্যরা র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে র্যাব-৫ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
এর আগে বৃহস্পতিবার রাতে উপজেলার দয়হার এলাকা থেকে প্রায় সাড়ে ১২ কেজি ওজনের ওই বিষ্ণুমূর্তি উদ্ধার করে র্যাব-৫, সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বৃহস্পতিবার রাতে জেলার পোরশা থানার শিশাবাজার এলাকায় র্যাব-৫, সিপিসি-৩ এর একটি টহল টিম ডিউটিকালীন সময়ে জানতে পারে কিছু অসাধু ব্যবসায়ী মূর্তি পাচারের উদ্দেশ্যে অপেক্ষা করছে। এমন সংবাদে তেতুলিয়া ইউনিয়নের দয়হার গ্রামের একটি আমবাগানের ভেতর অভিযান চালানো হয়। অভিযানে ওই আমবাগানের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি কালো কষ্টি পাথরের মুল্যবান বিষ্ণুমূর্তি উদ্ধার করে র্যাব সদস্যরা। প্রায় ৮ ইঞ্চি উচ্চতার বিষ্ণুমূর্তিটির ওজন প্রায় ১২.৩ কেজি। যার মূল্য আনুমানিক ৪০ লাখ টাকা।
পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত বিষ্ণুমূর্তিটি পোরশা থানায় হস্তান্তর করা হয়েছে। বিষ্ণুমূর্তি পাচারকারী সিন্ডিকেটের সদস্যদের ধরতে গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।