দেয়াল ধসে শিক্ষকের মৃত্যু © সংগৃহীত
রাজধানীর জুরাইন এলাকায় নির্মাণাধীন একটি স্কুলের সীমানা দেয়াল ধসে মো. মোস্তাফিজুর রহমান (৩০) নামের এক শিক্ষক মারা গেছেন। নিহত মোস্তাফিজুর রহমান মুরাদপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে মোস্তাফিজুর রহমান নির্মাণাধীন স্কুল ভবনের কাজ দেখতে গেলে হঠাৎ সীমানা দেয়াল ভেঙে তার ওপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: ডাকসুতে শিবিরের জয়ে উদ্বেগ কংগ্রেস নেতার, পাল্টা জবাব মেঘমল্লার
মৃত শিক্ষকের ভাতিজা শরিয়ত উল্লাহ জানান, মোস্তাফিজুর রহমান পরিবার নিয়ে জুরাইন এলাকায় থাকতেন। তাঁদের গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার গলাচিপায়।