টঙ্গীতে পরিত্যক্ত প্রাইভেট কার থেকে ফেনসিডিল উদ্ধার

জব্দ করা ফেনসিডিল ও প্রাইভেট কার
জব্দ করা ফেনসিডিল ও প্রাইভেট কার  © টিডিসি

গাজীপুরের টঙ্গীতে পরিত্যক্ত একটি প্রাইভেট কার থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় পুলিশের সতর্কতার অভাব ও নজরদারির ব্যর্থতা নিয়ে প্রশ্ন উঠেছে।
 
জানা যায়, মঙ্গলবার (৯ সেপ্টেম্বর ) ভোর ৪টার দিকে টঙ্গী পশ্চিম থানার আউচপাড়া এলাকায় সিটি কর্পোরেশন অফিসের পেছনে ঢাকা মেট্রো গ-৩১৯৮৪৩ নম্বরের গাড়িটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা গাড়িটি আটক করে পুলিশে খবর দেন। ঘটনাস্থলে এসে টঙ্গী পশ্চিম থানা পুলিশ গাড়িটি জব্দ করে। গাড়ির ভেতরে থাকা বস্তাগুলো তল্লাশি করে মোট ৬৪২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৯ লাখ ২৬ হাজার টাকা।
 
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বলেন, ৬৪২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। জব্দ করা গাড়ির কাগজপত্র যাচাই করে মালিককে খুঁজে বের করার চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।


সর্বশেষ সংবাদ