সাংবাদিকের মোবাইল ছিনিয়ে অপহরণের তথ্য মুছলেন ছাত্রদল নেতা, দিলেন হত্যার হুমকি

০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০১ PM , আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৯ PM
রেদোয়ান আহমাদ আদন

রেদোয়ান আহমাদ আদন © সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নেওয়া ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে রেদোয়ান আহমাদ আদন (২৫) নামে এক ছাত্রদল নেতার বিরুদ্ধে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় টঙ্গীর কলেজ গেট এলাকায় সুন্দরবন কোরিয়ার সার্ভিস ভবনের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে। জানা গেছে, রেদোয়ান আহমাদ আদন টঙ্গী সরকারি কলেজের সাধারণ সম্পাদক পদপ্রার্থী। 

এ ঘটনায় টঙ্গী পূর্ব থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী সাংবাদিক মাহবুবুর রহমান জিলানী। জিডিতে তিনজনের নাম উল্লেখ করা হয়।  তারা হলেন—  রেদোয়ান আহমাদ আদন, আজাহার (৫০) ও ইউসুফ শরীফ (৪০)। এছাড়া জিডিতে অজ্ঞাত আরও চার-পাঁচজনের নাম উল্লেখ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মামার রেস্টুরেন্ট থেকে অর্থ চুরির অভিযোগে রেস্টুরেন্টের ম্যানেজারকে নিজের বাসায় তিনদিন ধরে আটকে রেখে শারীরিক নির্যাতন করেন রেদোয়ান আহমাদ আদন ও তার কয়েকজন সহযোগী। বিষয়টি জানার পর টঙ্গী পশ্চিম থানার পুলিশ এবং কিছু স্থানীয় সাংবাদিক ওই বাসায় যান। এ সময় সাংবাদিক মাহবুবুর রহমান জিলানী তথ্য সংগ্রহ এবং ভিডিও ধারণ করতে শুরু করলে রেদোয়ান ও তার সহযোগীরা উত্তেজিত হয়ে তার ওপর চড়াও হন। তারা তাকে গালিগালাজ করেন ও মারধরের হুমকি দেন। এক পর্যায়ে জোরপূর্বক ওই সাংবাদিকের  মোবাইল ফোন কেড়ে নিয়ে ধারণকৃত ভিডিও মুছে ফেলেন। এমনকি ওই সাংবাদিককে আটকে রাখেন তারা।  পরবর্তীতে গাজীপুর মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরনের ফোন পাওয়ার পর তাকে ছেড়ে দেওয়া হয়। 

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত রেদোয়ান আহমদ আদন অভিযোগ অস্বীকার করে জানান, এমন কোন ঘটনা ঘটেনি। 

গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুর বলেন, বিষয়টি আমি অবগত হয়েছি। মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরনকে দায়িত্ব দেওয়া হয়েছে তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের।

জামায়াতের জরুরি বৈঠকে যে সিদ্ধান্ত নেওয়া হলো
  • ১৭ জানুয়ারি ২০২৬
মেয়েকে নিয়ে মায়ের খালে ঝাঁপ, মায়ের বিরুদ্ধে দাদির মামলা
  • ১৭ জানুয়ারি ২০২৬
মধ্যপ্রাচ্যে এয়ারক্রাফট ক্যারিয়ার পাঠিয়েছে যুক্তরাষ্ট্র
  • ১৭ জানুয়ারি ২০২৬
ময়মনসিংহে স্বাস্থ্য কর্মকর্তা ও এনসিপি নেতার পাল্টাপাল্টি ম…
  • ১৭ জানুয়ারি ২০২৬
রাবির ‘এ’ ইউনিটের প্রথম শিফটের ভর্তি পরীক্ষার প্রশ্ন দেখুন …
  • ১৭ জানুয়ারি ২০২৬
৭ কলেজ সমস্যা সমাধানে আমার প্রস্তাব
  • ১৭ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9