ছেলের পাতা শিয়াল মারার ফাঁদে প্রাণ গেল বাবার
- ঝিনাইদহ প্রতিনিধি
- প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১২ AM , আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০৩ PM
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বাবরা গ্রামে শিয়াল তাড়াতে বিদ্যুৎ ফাঁদ পেতে প্রাণ হারিয়েছেন এক বৃদ্ধ। শনিবার (৩১ আগস্ট) বিকেলে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাবরা গ্রামের আব্দুর রহমানের ২৫ কাঠার ড্রাগন ফলের বাগানে কয়েকদিন ধরে শিয়াল ঢুকে ফল নষ্ট করছিল। শিয়াল ঠেকাতে তিনি বাগানের চারপাশে বুনো তার টেনে বিদ্যুৎ সংযোগ দেন। সাধারণত সন্ধ্যার পর বিদ্যুৎ ছাড়ার নিয়ম থাকলেও সেদিন আসরের নামাজের পরই সংযোগ দেন তিনি।
বিষয়টি তার পিতা মো. জাকের শেখ (৭০) জানতেন না। তিনি বাগানে প্রবেশ করলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত তারে জড়িয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।
আরও পড়ুন: শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের হামলা: চবিতে ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে আজ
প্রত্যক্ষদর্শী স্থানীয় রহিম হোসেন বলেন, ‘ড্রাগন বাগানে বিদ্যুৎ সংযোগ দেওয়ার কারণে প্রায়ই বিভিন্ন প্রাণী মারা যায়। এবার সেই ফাঁদেই মালিকের পিতার করুণ মৃত্যু হলো।’
কালীগঞ্জ থানার এসআই রানা জানান, ‘বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন নিহত হওয়ার খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’