যমুনা সেতুতে রেল ট্র্যাক সরিয়ে তৈরি হবে ১১ ফুট প্রশস্ত সড়ক

২৭ আগস্ট ২০২৫, ০৬:০৪ PM , আপডেট: ২৭ আগস্ট ২০২৫, ০৯:৫৬ PM
যমুনা সেতু

যমুনা সেতু © সংগৃহীত

দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেতু যমুনা বহুমুখী সেতুতে শুরু হতে যাচ্ছে নতুন উন্নয়ন কাজ। যানজট নিরসন ও পরিবহন সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সেতুর উপর দিয়ে যাওয়া বিদ্যমান রেল ট্র্যাক সরিয়ে ১১ ফুট নতুন সড়ক লেন নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে কর্তৃপক্ষ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বর্তমান মহাসড়কে যানবাহনের চাপ দিন দিন বেড়ে যাওয়ায় যাত্রী ও পণ্য পরিবহন ব্যাহত হচ্ছে। এ অবস্থায় সেতুর দুই পাশে অতিরিক্ত লেন তৈরি করা হলে ঢাকা-উত্তরবঙ্গের মধ্যে দ্রুত যোগাযোগ স্থাপন এবং পণ্য পরিবহন সহজীকরণে বড় পরিবর্তন আসবে।

বিশেষজ্ঞদের মতে, এই উদ্যোগ বাস্তবায়িত হলে সড়ক পরিবহন খাতে এক বৈপ্লবিক পরিবর্তন আসবে। কারণ, বর্তমানে যমুনা সেতু দিয়ে প্রতিদিন কয়েক হাজার যানবাহন চলাচল করে, অথচ সীমিত লেনের কারণে প্রায়ই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। নতুন লেন যুক্ত হলে এ সমস্যা অনেকাংশে লাঘব হবে।

এদিকে, রেল ট্র্যাক সরিয়ে নেওয়ার পর বিকল্প রেল যোগাযোগ ব্যবস্থাও চালু করার পরিকল্পনা রয়েছে। ফলে সেতুর সড়ক ও রেল—দুই দিকের যোগাযোগ আরও কার্যকর ও নিরাপদ হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

স্থানীয় ব্যবসায়ী ও যাত্রীদের মতে, ‌‘এই উদ্যোগ হলে উত্তরবঙ্গের অর্থনীতি আরও চাঙ্গা হবে। কৃষিপণ্য, শিল্পপণ্য ও গার্মেন্টস পণ্য সহজে রাজধানী ও বন্দরে পৌঁছানো সম্ভব হবে।’

নির্বাচনে সংখ্যালঘু ভোট, 'কোন দিকে যাব আমরা'?
  • ০৯ জানুয়ারি ২০২৬
ছুটির দিনের সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস
  • ০৯ জানুয়ারি ২০২৬
ভূমিকম্পে কাঁপল ভোলা
  • ০৯ জানুয়ারি ২০২৬
সিলেটের যেসব এলাকায় শনিবার বিদ্যুৎ থাকবে না
  • ০৯ জানুয়ারি ২০২৬
তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছে ৬ ডিগ্রিতে
  • ০৯ জানুয়ারি ২০২৬
পটুয়াখালীতে জামায়াত-ছাত্রদলের সংঘর্ষ; আহত ৩
  • ০৯ জানুয়ারি ২০২৬