জন্মাষ্টমীতে চিন্ময়ের মুক্তির দাবি নিয়ে প্ল্যাকার্ড, আটক ৬
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৬ আগস্ট ২০২৫, ০৭:১৩ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৯:২০ PM
চট্টগ্রামে জন্মাষ্টমীর শোভাযাত্রা চলাকালে সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে প্ল্যকার্ড প্রদর্শন ও স্লোগান দেওয়ার অভিযোগে ছয়জনকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৬ আগস্ট) দুপুরে শোভযাত্রাটি নগরের আন্দরকিল্লা মোড় থেকে শুরু হয়ে লালদীঘি পার হয়ে নিউমার্কেটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে জে এম সেন হল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রা চলাকালে ছয়জনকে পুলিশ আটক করেছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম। তিনি বলেন, জন্মাষ্টমী উদযাপন পরিষদ র্যালি ঘিরে আমরা এলার্টে ছিলাম, যাতে কোনো বিশৃঙ্খলা না হয়। র্যালি চলাকালে চিন্ময় কৃষ্ণ দাসের নামে প্ল্যাকার্ড নিয়ে আসায় ছয়জনকে আমাদের হেফাজতে নেওয়া হয়েছে। তাদের যাচাই-বাছাই ও জিজ্ঞাসাবাদ করে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।
গত বছরের ৩১ অক্টোবর চট্টগ্রাম নগরের চান্দগাঁও মোহরা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ খান বাদী হয়ে কোতোয়ালি থানায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করেন।
পরে এ মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। গত বছরের ২৬ নভেম্বর চিন্ময়ের জামিন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ হলে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান ঘিরে বিক্ষোভ করে সনাতনী সম্প্রদায়ের লোকজন।
আড়াই ঘণ্টা পর পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে চিন্ময় দাসকে কারাগারে নিয়ে যায়। সে সময় বিক্ষোভকারীরা আদালত সড়কে রাখা বেশ কিছু মোটরসাইকেল ও যানবাহন ভাঙচুর করে। আদালতের সাধারণ আইনজীবী ও কর্মচারীরা মিলে তখন তাদের ধাওয়া করে। ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে রঙ্গম কনভেনশন হল সড়কে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয়।
২৬ নভেম্বর আদালত ভবন এলাকায় সংঘর্ষ ও হামলা এবং আইনজীবী আলিফ হত্যার ঘটনায় হওয়া মোট ৫টি মামলায় গ্রেপ্তার হয়ে এখন পর্যন্ত কারাগারে আছেন চিন্ময়। এরমধ্যে আলিফ হত্যা মামলায় চিন্ময়কে আসামি করে আদালতে অভিযোগপত্রও জমা দিয়েছে পুলিশ।