রাজধানীতে হাসপাতালের পার্কিংয়ে থাকা গাড়ির ভেতর থেকে দুজনের লাশ উদ্ধার

গাড়ি থেকে লাশ উদ্ধার
গাড়ি থেকে লাশ উদ্ধার  © সংগৃহীত

রাজধানীর মৌচাক এলাকায় ডা.সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পার্কিংয়ে থাকা একটি  গাড়ির ভেতর থেকে দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১১ আগস্ট) বেলা আড়াইটার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মুখ ও মাথা থেতলানো অবস্থায় গাড়ির ভেতর থেকে দুটি লাশ উদ্ধার করা হয়েছে। একটি মরদেহ ড্রাইভারের পাশের সিটে ও অন্যটি পেছনের সিটে পড়েছিল। তবে তাদের দুজনের শরীরের বাকি অংশই অক্ষত ছিল। 

বিষয়টি নিশ্চিত করে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক বলেন, দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের নাম পরিচয় এখনো জানা যায়নি। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে সিআইডি।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনারের (ডিসি) মাসুদ আলম বলেন, বেজমেন্টে পার্কিংয়ের একটি প্রাইভেটকারে মরদেহ পাওয়া যায়। ড্রাইভারের সিটে একজন এবং পাশের সিটে আরেকজন। মালিকের সঙ্গে যোগাযোগ হয়েছে। সিসিটিভি পর্যালোচনা করা হয়েছে। 


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!