জব্দকৃত নিষিদ্ধ পিরানহা এতিমখানায় দান করল প্রশাসন
- কুমিল্লা প্রতিনিধি
- প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ০৮:২৬ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ১২:৪৬ AM
কুমিল্লার চৌদ্দগ্রামে নিষিদ্ধ মাছ পিরানহা জব্দ করে এতিমখানায় দান করেছে প্রশাসন। বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা লতিফুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে চৌদ্দগ্রাম বাজারে বিক্রির উদ্দেশ্যে রাখা নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করা হয়।
জব্দকৃত ১৬ কেজি মাছ উপজেলার ঘোলপাশা ইউনিয়নের নোয়াপাড়া জামিয়া আজিজিয়া শফিউল উলুম মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন কুইক রেসপন্স টিম চৌদ্দগ্রাম এর টিম লিডার ইয়াছিন আরাফাত ও কুইক রেসপন্স টিমের পৌরসভা প্রতিনিধি নাজমুল হাসান।
চৌদ্দগ্রামের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা লতিফুর রহমান বলেন, ‘বাংলাদেশ বন্যা প্রবণ দেশ। এখন পুকুরে বা ঘরে যদি পিরানহা মাছ বা আফ্রিকান মাগুর মাছ চাষ করা হয় এবং সেই মাছ যদি পানিতে ভেসে অবরুদ্ধ স্থান থেকে মুক্ত জলাশয় যেমন নদী, খাল বিলে চলে আসে তখন তাদের আক্রমণে দেশীয় ছোট বড় সব মাছ বিলুপ্ত হয়ে যেতে পারে।’
উল্লেখ্য, বিশ্বের বিভিন্ন দেশের মতো ২০০৮ সালের ফেব্রুয়ারি থেকে রাক্ষুসে স্বভাবের কারণে পিরানহা মাছ চাষ, উৎপাদন, পোনা উৎপাদন, বংশ বৃদ্ধি, বাজারে বিক্রি এবং বাজার থেকে ক্রয় সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে বাংলাদেশ সরকার। এছাড়া বিদেশ থেকে আফ্রিকান মাগুর ও পিরানহা মাছ, মাছের রেণু ও পোনা আমদানি করলে জেল জরিমানার বিধান রেখে মৎস্য সংঘ নিরোধ আইন-২০১৭ এর খসড়ায় নীতিগত অনুমোদন দেয় মন্ত্রিপরিষদ। এই আইন অমান্য করলে দুই বছরের জেল ও পাঁচ লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে।