গলাচিপায় ৩২ কৃতী শিক্ষার্থী পেলেন সম্মাননা স্মারক ও সার্টিফিকেট
- গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
- প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ০৫:১০ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ০৩:২৯ PM
পটুয়াখালীর গলাচিপায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত পারফরম্যান্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস স্কিম (এসইডিপি) প্রকল্পের আওতায় ৩২ কৃতী শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ করা হয়েছে।
বুধবার (২৩ জুলাই) সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সম্প্রসারিত ভবনের অডিটরিয়ামে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি আয়োজন করে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার মুহাম্মদ মুজিবুর রহমান। প্রধান অতিথি ছিলেন গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন শাখা) বদরুন নাহার ও জেলা শিক্ষা অফিস পটুয়াখালীর সহকারী পরিদর্শক রীনা রানী। অনুষ্ঠান সঞ্চালনা করেন গলাচিপা উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মিয়া মাসুম বিল্লাহ।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। অতিথিরা ২০২২ ও ২০২৩ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ ৩২ কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও সার্টিফিকেট তুলে দেন।