রংপুরে ফিলিং স্টেশনের গ্যাস সংরক্ষণাগারে বিস্ফোরণ © টিডিসি
রংপুর নগরীর সিও বাজার এলাকায় এলপিজি ফিলিং স্টেশনের গ্যাস রিজার্ভার ট্যাংক বিস্ফোরণে এক ইঞ্জিনিয়ার নিহত হয়েছেন। এসময় আহত হয়েছে অন্তত ১৩ জন। শনিবার (১৯ জুলাই) দুপুর ১২টার দিকে রংপুর নগরীর সিও বাজার বিজিবির ২ নম্বর গেট সংলগ্ন এলাকায় মেসার্স সিও বাজার এলপিজি অটো কনভার্সন সেন্টারে এ দুর্ঘটনা ঘটে। এসময় বিস্ফোরণের তীব্রতায় পার্কিং করে রাখা অন্তত ২০টি অ্যাম্বুলেন্স ও মাইক্রোবাস দুমড়ে মুচড়ে গেছে।
পুলিশ জানায়, নিহত সহকারী প্রকৌশলীর নাম সেলিম রেজা আরঙ্গ (৩৫)। সেলিম রেজা টাঙ্গাইলের নাগরপুর থানার গয়াহাটার মৃত আমজাদ মিয়া ছেলে।
স্থানীয়রা জানায়, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে মেসার্স সিও বাজার এলপিজি অটো গ্যাস অ্যান্ড কনভার্সন সেন্টারে হঠাৎ বিকট শব্দ হয়। পরে আশেপাশের লোকজন দৌড়ে এসে দেখে গ্যাস ফিলিং স্টেশনটি উড়ে গেছে এবং আশেপাশের বাড়ির কাঁচের জানালা সব ভেঙে গেছে। সেই সঙ্গে ওই গ্যাস ফিলিং স্টেশনের আশেপাশে থাকা এবং সড়কে চলমান গাড়ির ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এসময় গুরুতর আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে ভর্তি করা হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি।
এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক বাদশা মাসউদ আলম জানান, দুর্ঘটনার সময় ফিলিং স্টেশনটি বন্ধ ছিল এবং মেরামতের কাজ চলছিল। রিজার্ভার ট্যাংকটি খালি ছিল, তবে লিকেজের কারণে ভেতরে গ্যাস জমে গিয়ে অতিরিক্ত চাপে বিস্ফোরণ ঘটে।