ফেনীতে চলতি মৌসুমে সর্বোচ্চ বৃষ্টিপাতে শহরে জলাবদ্ধতা, জনদুর্ভোগ

০৮ জুলাই ২০২৫, ০৩:০২ PM , আপডেট: ০৮ জুলাই ২০২৫, ০৭:২১ PM
ফেনীতে চলতি মৌসুমে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড

ফেনীতে চলতি মৌসুমে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড © টিডিসি ফটো

ফেনী চলতি মৌসুমে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে। ফেনী আবহাওয়া অফিস সূত্র জানায়, গতকাল সোমবার (৭ জুলাই) থেকে মঙ্গলবার (৮ জুলাই) দুপুর পর্যন্ত ফেনীতে ৩৪৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। চলতি মৌসুমে জেলায় এটি সর্বোচ্চ বৃষ্টিপাত। এদিকে টানা বর্ষণে শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে সড়কে চলাচল করা মানুষদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, টানা বর্ষণে শহরের ডাক্তারপাড়া, শহীদ শহিদুল্লা কায়সার সড়ক, পুরাতন রেজিস্ট্রি অফিস, শাহীন একাডেমি এলাকা, পাঠানবাড়ি, নাজির রোড, মিজান রোড, সদর হাসপাতাল মোড় ও পেট্রোবাংলাসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। পানিতে তলিয়ে গেছে এসব এলাকার নিচু সড়কগুলো। দোকানপাটে পানি ঢুকে ক্ষতিগ্রস্ত হয়েছে মালপত্র।

শহরের বড় বাজারের ব্যবসায়ী আব্দুল গণি বলেন, ‌‘গতকাল সন্ধ্যার পর থেকেই বৃষ্টি শুরু হয়েছে। রাতভর থেমে থেমে চলেছে। আজ সকাল থেকে তো বৃষ্টির মাত্রা আরও বেড়ে গেছে। এতে বাজারে মানুষের উপস্থিতি কমে গেছে, কেনাবেচায়ও প্রভাব পড়ছে। আমরা ব্যবসায়ীরা বেশ দুর্ভোগে পড়েছি। দোকানে পানি ঢোকার আশঙ্কায় সারাক্ষণ সতর্ক থাকতে হচ্ছে।’

নুরল করিম নামে পৌর হকার্স মার্কেটের এক ব্যবসায়ী বলেন, ‘সকাল থেকে দোকানে পানি ঢুকে জিনিসপত্র নষ্ট হচ্ছে। গেল বছরের বন্যার ক্ষতিও এখনো ঠিকভাবে কাটিয়ে উঠতে পারিনি। বর্ষা মৌসুমের আগে যদি শহরের ড্রেনেজ ব্যবস্থা সচল করা হতো তাহলে আমাদের এতো ক্ষতির মুখে পড়তে হতো না।’

আরিফুর রহমান নামে ফেনী কলেজের এক শিক্ষার্থী বলেন, ‘দুপুর ২টা থেকে অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা। টানা বৃষ্টি আর পানির মধ্য দিয়ে কিভাবে পরীক্ষা কেন্দ্রে যাবো জানিনা। কর্তৃপক্ষ যদি পরীক্ষা স্থগিত করতেন আমরা অনেক উপকৃত হতাম।’  

ফেনী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘জেলায় টানা দুই দিন ধরে মাঝারি ও ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত সর্বোচ্চ ৩৪৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যা চলতি মৌসুমে সর্বোচ্চ। আগামী ২-৩ দিন জেলাজুড়ে বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।’

ফেনী পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আবুল কাশেম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘নদীর পানি এখনো বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। উজানে ভারী বৃষ্টি অব্যাহত থাকলে পানি বাড়বে। ভাঙন রোধে আমরা সতর্ক অবস্থানে রয়েছি।’

এ ব্যাপারে ফেনী পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গোলাম মো. বাতেন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘অতিবৃষ্টি ও অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থার কারণে শহরে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বৃষ্টি বন্ধ হলে পানি নেমে যাবে। ইতোমধ্যে পৌরসভার ৭টি টিম কাজ শুরু করেছে।’

বিটিআরসি ভবনে ভাঙচুর, বেশ কয়েকজন আটক
  • ০১ জানুয়ারি ২০২৬
নজরুলের কবিতায় দাদীকে স্মরণ করলেন জাইমা রহমান
  • ০১ জানুয়ারি ২০২৬
খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক দিবসে স্কুল খোলা, প্রধ…
  • ০১ জানুয়ারি ২০২৬
নিস্তব্ধ গুলশানের ‘ফিরোজা’
  • ০১ জানুয়ারি ২০২৬
পে-স্কেল নিয়ে যা বললেন অধ্যক্ষ আজীজি
  • ০১ জানুয়ারি ২০২৬
বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রাণ গ্রুপে, পদ ১০০, আবেদন অভিজ্ঞতা ছাড়…
  • ০১ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!