বাড়িতে বাবার মরদেহ রেখে পরীক্ষাকেন্দ্রে মেয়ে
- মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
- প্রকাশ: ০৭ জুলাই ২০২৫, ০৩:৫১ PM , আপডেট: ০৮ জুলাই ২০২৫, ০৪:১৫ PM
চোখে অশ্রু, হৃদয়ে ভারাক্রান্ত শোক, তবুও বাবার শেষ বিদায়ের আগেই দিতে হলো আলিম পরীক্ষা। চট্টগ্রামের মিরসরাইয়ে বাবার মরদেহ ঘরে রেখেই আলিম পরীক্ষায় অংশ নিতে ছুটে যান নুসরাত জারিন ফিমা নামের এক শিক্ষার্থী।
সোমবার (৭ জুলাই) সকালে ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা ছিল নুসরাতের। এর ঠিক আগেই ভোরে স্ট্রোকে আক্রান্ত হয়ে তার বাবা মো. নুরে জামান শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নুরে জামান হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন কেরানি ছিলেন। হঠাৎ বাবার মৃত্যু যেন নুসরাতের পৃথিবীটাই ওলটপালট করে দেয়। তবুও বাবার স্বপ্ন আর দায়িত্ববোধের প্রতি সম্মান জানিয়ে কাঁদতে কাঁদতেই পরীক্ষাকেন্দ্রের পথে রওনা হন তিনি।
নুসরাতের চাচাতো ভাই ইমাম উদ্দিন জানান, ‘সকাল সাড়ে ৬টার দিকে চাচা স্ট্রোকে আক্রান্ত হন। হাসপাতালে নেওয়ার পর তাঁকে মৃত ঘোষণা করা হয়। মরদেহ বাড়িতে আনার পরও নুসরাত পরীক্ষা দিতে বেরিয়ে পড়ে। বাবাকে বাড়িতে রেখে পরীক্ষা দিতে যেতে হয়েছে তাকে। এমন দৃশ্য ভাষায় প্রকাশ করার মতো নয়।’
নুসরাত আবুতোয়ারাব ফাজিল মাদরাসার শিক্ষার্থী এবং তার পরীক্ষাকেন্দ্র ছিল মিরসরাই লতিফীয়া কামিল মাদরাসা। বিকেল সাড়ে ৩টায় হাইতকান্দি উচ্চ বিদ্যালয় মাঠে তার বাবার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা।