ক্ষেতে মই দিতে গিয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু

নিহত বাবা-ছেলে
নিহত বাবা-ছেলে  © সংগৃহীত

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বজ্রপাতে বাবা ও ছেলে সন্তানের মৃত্যুর ঘটনা ঘটেছে। রবিবার (৬ জুলাই) বিকেলে উপজেলা খারুয়া ইউনিয়নের আব্দুল্লাপুর গ্রামে মাস্টার বাড়ির গোলাম মোস্তুফা (৪৫) ও তার শিশু সন্তান আব্দুল্লাহর (৫) মৃত্যু হয়।

স্থানীয় পল্লী চিকিৎসক আবু হানিফা জানান, রবিবার বিকেল ধানের চারা রোপণের জন্য বাড়ির পার্শ্ববর্তী ক্ষেতে মোস্তুফা মই দিতে গেলে তার শিশু সন্তান বাবার সাথে যায়। হঠাৎ বজ্রপাতে ঘটনা ঘটে। ঘটনা স্থলেই তাদের মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

এ বিষয়ে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেনের জানান, ঘটনাস্থল পরিদর্শনের জন্য পুলিশ পাঠানে হয়েছে।


সর্বশেষ সংবাদ