ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ আক্রান্ত বরগুনায়

বরগুনা জেনারেল হাসপাতাল
বরগুনা জেনারেল হাসপাতাল  © সংগৃহীত

বরগুনায় আবারও ভয়ংকর রূপ নিচ্ছে ডেঙ্গু। আক্রান্তের সংখ্যা যেমন বাড়ছে, তেমনি মৃত্যুর মিছিলও দীর্ঘ হচ্ছে। শনিবার (৫ জুলাই) সকাল থেকে রবিবার (৬ জুলাই) সকাল পর্যন্ত জেলায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১০২ জন। এতে জনমনে আতঙ্ক বিরাজ করছে।

বরগুনা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় শুধু বরগুনা সদর হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৬ জন। এ ছাড়া জেলার অন্য হাসপাতালগুলোয় ভর্তি রয়েছেন আরও ২৬ জন—যার মধ্যে বামনা ও তালতলীতে ৭ জন করে ও পাথরঘাটায় ১২ জন। বর্তমানে জেলায় মোট ২২৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি।

চলতি বছর বরগুনায় এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ৩ হাজার ৪৫৯ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ হাজার ২৩২ জন। তবে বরগুনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬ জন এবং বরগুনার বাইরে চিকিৎসা নিতে গিয়ে আরও ২৩ জন মারা গেছেন। সব মিলিয়ে ডেঙ্গুতে জেলায় মোট মৃত্যুর সংখ্যা ২৯ জন।

আরও পড়ুন: কৃষকদল নেতার মাথা ফাটানোর দায়ে বিএনপি নেতা বহিষ্কার

এর মধ্যেই শনিবার (৫ জুলাই) বামনা উপজেলার সদর ইউনিয়ন বিএনপির সদস্যসচিব আ. রহমান মল্লিকের ১০ বছরের মেয়ে রাইছা ডেঙ্গু উপসর্গ নিয়ে মারা গেছে। বামনা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মনিরুজ্জামান জানান, শিশুটিকে হাসপাতালে আনার আগেই মারা যায়। তার এনএসওয়ান টেস্ট নেগেটিভ এলেও প্লাটিলেট ছিল অস্বাভাবিকভাবে কম। উন্নত চিকিৎসার জন্য বরিশালে নেওয়ার পরও প্লাটিলেটের মাত্রা স্বাভাবিক হয়নি। চিকিৎসকের পরামর্শে বাড়ি ফেরার পরই শিশুটি মারা যায়।

বরগুনা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. তাজকিয়া সিদ্দিকাহ বলেন, ডেঙ্গুর প্রকোপ এখনো কমছে না। বরং বিভিন্ন উপজেলায় আক্রান্তের হার বাড়ছে। তবে জ্বর হলেই সব মৃত্যু ডেঙ্গুজনিত নয়, অন্যান্য ভাইরাস জ্বর বা শারীরিক জটিলতাও এর কারণ হতে পারে।


সর্বশেষ সংবাদ