টঙ্গীতে সন্দেহজনক ঘোরাফেরায় রোহিঙ্গা কিশোর আটক
- মির্জা নাদিম, তা'মীরুল মিল্লাত প্রতিনিধি
- প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ০৭:৩৯ AM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ০৯:১২ AM

গাজীপুরের টঙ্গীর মুক্তারবাড়ি রোড এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় রোহিঙ্গা এক কিশোরকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। আটক কিশোরের নাম রশিদুল্লাহ রশিদ (১৫)। তিনি কক্সবাজারের উখিয়া উপজেলার ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।
জানা গেছে, পারিবারিক বিরোধের জেরে প্রায় এক সপ্তাহ আগে রশিদ ক্যাম্প ত্যাগ করেন। ৪ জুলাই সকালে তিনি টঙ্গীতে আসেন এবং রাত ৯টার দিকে মুক্তারবাড়ি রোডে একা ঘোরাঘুরি করতে দেখা গেলে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তারা তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশে খবর দেয়।
খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানার ওসি মো. ইসকান্দার হাবিবের নেতৃত্বে পুলিশ তাকে হেফাজতে নেয়। এবিষয়ে ওসি বলেন, রশিদুল্লাহ রশিদ একজন রোহিঙ্গা কিশোর। তিনি কী উদ্দেশ্যে ক্যাম্প ছেড়ে এসেছেন, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।