জোয়ারে ভেঙে গেছে সড়ক, বিচ্ছিন্ন তিন গ্রামের সহস্রাধিক মানুষ

ভাঙা রাস্তা
ভাঙা রাস্তা  © টিডিসি

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী-কেয়াগড়-সিংহরা সংযোগ সড়কের দুটি গুরুত্বপূর্ণ অংশ জোয়ার ও টানা বৃষ্টির প্রভাবে ভেঙে পড়েছে। ফলে ওই রাস্তায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এতে ওই পথে চলাচলকারী চাতরী, কেয়াগড় ও সিংহরা গ্রামের সহস্রাধিক মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কটির ভাঙা অবস্থায় কোনো ছোটোখাটো যানবাহন চলাচল করতে পারছে না। শিক্ষার্থী, কর্মজীবী, কৃষক, রোগীসহ সব শ্রেণির মানুষকে বিকল্প এবং দীর্ঘ পথ ঘুরে চলাচল করতে হচ্ছে। 

কেয়াগড় গ্রামের বাসিন্দা সুকুমার দাশ বলেন, ‘এই রাস্তা দিয়েই আমরা স্কুল, কলেজ, বাজার, হাট এবং চিকিৎসার জন্য প্রতিদিন যাতায়াত করি। এখন দুই দিন ধরে সেই রাস্তা ভেঙে পড়ে আছে। জীবনের ঝুঁকি নিয়ে হাঁটতে হচ্ছে। বৃষ্টি বা রাতে চলাচল একেবারেই অসম্ভব।’

সিংহরা গ্রামের বাসিন্দা মো. মহিউদ্দিন বলেন, ‘রাস্তা ভেঙে যাওয়াতে আমাদের বিকল্প উপায়ে যেতে হচ্ছে। ফসলি জমিরও ক্ষয়ক্ষতির শঙ্কা দেখা দিয়েছে।’

চাতরী ইউনিয়ন পরিষদের সদস্য হাছান তারেক বলেন, ‘সড়কের দুটি অংশ সম্পূর্ণ ভেঙে যাওয়ার কারণে মানুষকে অমানবিক কষ্ট পোহাতে হচ্ছে। বিষয়টি আমি আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে লিখিতভাবে জানিয়েছি। কিন্তু এখনো পর্যন্ত কোনো জরুরি মেরামতের উদ্যোগ নেওয়া হয়নি। দ্রুত ব্যবস্থা না নিলে ভাঙন আরও বাড়বে এবং আশপাশের জমি ও ঘরবাড়ি ঝুঁকিতে পড়বে।’

আনোয়ারা সিটিজেন ফোরামের আহ্বায়ক ও সিনিয়র সাংবাদিক তৌহিদুল আলম বলেন, ‘চাতরী-কেয়াগড়-সিংহরা সংযোগ সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সড়ক দিয়ে তিনটি গ্রামের মানুষ নিত্যদিনের প্রয়োজনে চলাচল করে। সড়কের দু’পাশে রয়েছে বিস্তীর্ণ ফসলি জমি। প্রতিবছর সাময়িক সংস্কার হলেও বর্ষা এলেই সড়কটি আবারও ভেঙে পড়ে। ফলে সরকারি অর্থ অপচয় হচ্ছে এবং জনদুর্ভোগ বাড়ছে। টেকসই উন্নয়ন না হলে এই সমস্যার সমাধান হবে না। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাই যেন স্থায়ীভাবে এই সড়কটির উন্নয়ন নিশ্চিত করা হয়।’

আনোয়ারা স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলী জাহেদুল ইসলাম চৌধুরী বলেন, ‘আমি সড়ক ভাঙার খবর পেয়েছি। স্থানীয় ইউপি সদস্যের সঙ্গে যোগাযোগ করে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।’

এ বিষয়ে জানতে চাইলে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমি অবগত আছি। দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। 

দ্রুত উদ্যোগ না নিলে শুধু রাস্তা নয়, জীবন ও জীবিকাও ভেঙে পড়বে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence