খালেদা জিয়া ও তারেক রহমানকে হাতে তৈরি চেয়ার উপহার দিতে চান জয়নাল

০৩ জুলাই ২০২৫, ১১:৪৯ PM , আপডেট: ০৪ জুলাই ২০২৫, ০৭:৪৩ PM
হাতে তৈরি চেয়ার

হাতে তৈরি চেয়ার © টিডিসি

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের শীর্ষ নেতাদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করে তাদের জন্য বিশেষভাবে তৈরি চেয়ার উপহার দিতে চান কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জয়নাল আবেদিন, যিনি স্থানীয়ভাবে ‌‘মাত্তুল জয়নাল’ নামে পরিচিত।

গত ১৭ বছর ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত জয়নাল। এই সময়কালে তিনি আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের ‘ফ্যাসিবাদী’ শাসনের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে ১২টি রাজনৈতিক মামলার সম্মুখীন হন এবং বহুবার কারাগারে যান।

মাত্তুল জয়নাল বলেন, দল ও নেত্রীর প্রতি আমার এই ভালোবাসা কোনো আনুষ্ঠানিকতা নয়, বরং হৃদয়ের অন্তঃস্থল থেকে আসা কৃতজ্ঞতা ও শ্রদ্ধাবোধ। আমি চেয়েছি, তাঁদের জন্য এমন কিছু করতে যা স্থায়ী এবং স্মরণীয় হবে। আমার রাজনীতি কোনো সুবিধা পাওয়ার জন্য নয়, বরং এটা আমার দায়িত্ব ও বিশ্বাস থেকে আসে। বারবার হামলার শিকার হয়েছি, বাড়িঘর ভাঙচুর হয়েছে, পরিবার নিয়ে অনেক সময় অনিশ্চয়তায় ছিলাম – তবুও বিএনপি এবং খালেদা জিয়ার প্রতি বিশ্বাস হারাইনি।

তিনি আরও বলেন, এই চেয়ারগুলো শুধু বসার আসন নয় – প্রতিটির সঙ্গে জড়িয়ে আছে তার আবেগ, ভালোবাসা ও রাজনৈতিক চেতনা। তিনি নিজেই এই চেয়ারের নকশা নির্বাচন করেছেন এবং স্থানীয় দক্ষ কারিগরদের দিয়ে চেয়ারের কাঠ ও কারুকাজ তৈরি করাচ্ছেন। প্রতিটি চেয়ারে থাকবে ঐতিহ্যবাহী নকশা এবং বিএনপির আদর্শকে প্রতিফলিত করে এমন প্রতীকী চিহ্ন। চেয়ারের কাজ বর্তমানে শেষ পর্যায়ে রয়েছে। কিছুদিনের মধ্যে চেয়ারগুলো বেগম খালেদা জিয়া, তারেক রহমান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সালাহউদ্দিন আহমেদের হাতে পৌঁছে দেওয়ার ইচ্ছা ব্যক্ত করেছেন তিনি।

এরই মধ্যে স্থানীয় পর্যায়ে তিনি এই উদ্যোগের বাস্তব প্রয়োগ শুরু করেছেন। গত ৮ জুন উখিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সরওয়ার জাহান চৌধুরীকে একটি চেয়ার উপহার দেন তিনি। এ সময় স্থানীয় বিএনপির বহু নেতাকর্মী উপস্থিত ছিলেন, এবং তারা জয়নালের এই ব্যতিক্রমী উদ্যোগকে সাধুবাদ জানান।

উপজেলা বিএনপির আহ্বায়ক সরওয়ার জাহান বলেন, ‘এটা শুধু একটি চেয়ার নয়, এটি একজন নিবেদিত প্রাণ কর্মীর দলের প্রতি ভালোবাসা, ত্যাগ এবং আত্মবিশ্বাসের প্রতীক।’

মাত্তুল জয়নাল জানিয়েছেন, দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে এই চেয়ারের উপহার হস্তান্তর করার বিষয়ে প্রয়োজনীয় যোগাযোগ ইতিমধ্যে শুরু করেছেন। তিনি আশা করছেন, দলের পক্ষ থেকেও তাঁর এই উদ্যোগকে গুরুত্বের সঙ্গে দেখা হবে এবং তা দেশের রাজনৈতিক ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।

নওগাঁয় চীনা প্রতিনিধিদলের পরিবেশবান্ধব চালকল প্রকল্পের সোলা…
  • ২১ জানুয়ারি ২০২৬
প্রাথমিকের শিক্ষক নিয়োগের ফল প্রকাশ নিয়ে যা বলছে মন্ত্রণালয়
  • ২১ জানুয়ারি ২০২৬
সিলেটের ছয়টি আসনে দলীয় ও স্বতন্ত্র প্রতীক পেলেন যারা
  • ২১ জানুয়ারি ২০২৬
এনএসইউর শিক্ষার্থীদের জন্য তিয়ানজিন বিশ্ববিদ্যালয়ের পিএইচডি…
  • ২১ জানুয়ারি ২০২৬
রাবির ‘বি’ ইউনিটের প্রবেশপত্র ফের ডাউনলোডের সুযোগ
  • ২১ জানুয়ারি ২০২৬
ধামরাইয়ে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ অভিযোগের সত্যতা মেলেনি, সরে…
  • ২১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9