চাঁদা দাবি ও মারধরের অভিযোগ কোস্ট গার্ডের বিরুদ্ধে, সংঘর্ষে গুলিবিদ্ধ ২ ও নিখোঁজ ৪
- বরগুনা প্রতিনিধি
- প্রকাশ: ১৮ জুন ২০২৫, ০২:৪৪ PM , আপডেট: ১৮ জুন ২০২৫, ০৬:৫১ PM
বরগুনার পাথরঘাটায় সমুদ্র থেকে মাছ ধরে ফেরার পথে দুটি ট্রলার জব্দ করে কোস্ট গার্ডের বিরুদ্ধে জেলেদের মারধর ও চাঁদা দাবির অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, এ ঘটনায় কোস্ট গার্ডের গুলিতে অন্তত দুই জেলে আহত ও চারজন নিখোঁজ রয়েছেন।
মঙ্গলবার (১৭ জুন) রাত সাড়ে ৯টার দিকে পাথরঘাটা কোস্ট গার্ড ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও জেলেদের ভাষ্য, সকালে সমুদ্র থেকে ফেরা দুটি ট্রলার আটক করেন কোস্ট গার্ড সদস্যরা। এ সময় ট্রলারের জেলেদের মারধর করা হয় এবং চারজন নদীতে পড়ে নিখোঁজ হন।
বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক মাসুম আকন অভিযোগ করে বলেন, ‘আমার ও আলম কোম্পানির দুটি ট্রলার বৈধ কাগজ থাকা সত্ত্বেও আটক করা হয়। পরে আমাদের কাছ থেকে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে কোস্ট গার্ড। টাকা না দেওয়ায় সন্ধ্যায় ট্রলার ধ্বংসের চেষ্টা করা হয়। এতে বাধা দিলে জেলেদের ওপর হামলা ও গুলি চালানো হয়।’
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষ চলাকালে কোস্ট গার্ড সদস্যরা প্রায় ১৫ থেকে ২০ রাউন্ড গুলি ছোড়ে। উত্তেজিত জেলেরা কোস্ট গার্ডের একটি গাড়ি ও একটি মোটরসাইকেল ভাঙচুর করেন। পরে পুলিশ ও নৌবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বুধবার (১৮ জুন) বেলা ১১টার দিকে জেলেরা শহরে বিক্ষোভ মিছিল করেন। ঘটনাস্থলে কোস্ট গার্ড ও নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত হয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
এ বিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ‘বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান বলেন, ‘কোস্ট গার্ড দুটি ট্রলার জব্দ করে মালামাল ধ্বংসের চেষ্টা করে। এ সময় জেলেরা বাধা দিলে সংঘর্ষের সূত্রপাত হয়। নিখোঁজের বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।’