ফুলবাড়িয়ায় কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

পার্টনার কংগ্রেসে অতিথিরা
পার্টনার কংগ্রেসে অতিথিরা  © টিডিসি

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৬ জুন) উপজেলা পরিষদ হলরুমে ২০২৪-২৫ অর্থবছরে প্রোগ্রাম অন অ্যাগ্রিকালচারাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশের (পার্টনার) আওতায় এ পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি সম্প্রসারণের আয়োজনে পার্টনার কংগ্রেসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ির উপপরিচালক কৃষিবিদ পারভিন আক্তার বানু। বক্তব্য দেন  উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নূর মোহাম্মদ, অতিরিত কৃষি অফিসার কৃষিনিদ সুমাইয়া আক্তার প্রমুখ।

অনুষ্ঠানে সবাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আরিফুল ইসলাম। 

কংগ্রেসের বক্তরা বলেন, নিরাপদ খাদ্য এখন একটি বড় চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবেলায় কংগ্রসের স্কুলগুলো গুরুত্বপূর্ণ রাখতে পারে।


সর্বশেষ সংবাদ