নিষেধাজ্ঞা শেষেও কেবি বাজারে মাছ আসছে কম, দাম চড়া

বাগেরহাট শহরের কেবি বাজার মৎস্য আড়ৎ
বাগেরহাট শহরের কেবি বাজার মৎস্য আড়ৎ  © টিডিসি ফটো

দীর্ঘ ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে আবারও সরব হয়ে উঠেছে দক্ষিণাঞ্চলের অন্যতম বৃহৎ মৎস্য আড়ৎ—বাগেরহাট শহরের কেবি বাজার। ভোর হওয়ার আগেই ভৈরব নদীর তীর ঘেঁষা এ বাজারে জড়ো হন জেলে, আড়ৎদার ও পাইকাররা। নদীতে নোঙর করা ট্রলার থেকে ঝুড়ি ঝুড়ি মাছ নামাতে দেখা যায় শ্রমিকদের। হাটজুড়ে তখন ক্রেতা-বিক্রেতার হাকডাকে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

সরেজমিনে শুক্রবার (১৩ জুন) সকালে দেখা যায়, অবরোধ শেষ হওয়ার পরদিনই বঙ্গোপসাগর থেকে মাছ নিয়ে ভিড়েছে দুটি ট্রলার। তবে মাছের পরিমাণ আশানুরূপ নয়। এ কারণে বাজারে সরবরাহ কম ও দাম অনেক বেশি।

কেবি বাজারের আড়ৎদার সমিতির সাধারণ সম্পাদক অনুপ কুমার বিশ্বাস বলেন, ‘অবরোধের পর আজই প্রথম দুটি ট্রলার এসেছে। মাছের পরিমাণ খুবই কম। তবে দেশের বিভিন্ন অঞ্চল থেকে অনেক পাইকার এসেছেন, যার কারণে চাহিদা বেড়েছে। ফলে দাম কিছুটা বেশি। আগামী দিনে মাছের পরিমাণ বাড়লে দাম কমে আসবে।’

মৎস্যজীবী রুহুল আমিন জানান, সাগরে গিয়ে কয়েকবার জাল ফেলতে পারলেও বড় মাছ খুব একটা পাইনি। অল্প কিছু ইলিশ উঠেছে, বাকি সবই সাধারণ মাছ। পরে ট্রলারে যান্ত্রিক সমস্যা দেখা দেওয়ায় ফিরে আসতে হয়েছে।

আরও পড়ুন: থানায় অভিযোগ দিয়েও হামলার শিকার পরিবার, আহত ৭

মোরেলগঞ্জ থেকে মাছ কিনতে আসা পাইকার তৈয়ব মুন্সি বলেন, ‘অনেকদিন পরে বাজারে এলাম। দাম অনেক বেশি। তবুও কিছু মাছ কিনেছি। এলাকায় নিয়ে বিক্রি করতে পারলে লাভের মুখ দেখা যাবে।’

জানা গেছে, বাজারে ২০০ থেকে ৩০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হয়েছে কেজি ৬০০ থেকে ৮০০ টাকায়। ৫০০ থেকে ৮০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হয়েছে ১২০০ থেকে ১৫০০ টাকায়। আর ৯০০ গ্রাম থেকে ১ কেজি ওজনের ইলিশ কেজিপ্রতি ২০০০ থেকে ২৫০০ টাকা দরে বিক্রি হয়েছে। রুপচাঁদা বিক্রি হয়েছে আকারভেদে কেজিপ্রতি ৫০০ থেকে ১২০০ টাকায়। অন্যান্য মাছের মধ্যে কঙ্কন, তুলারডাটি, ঢেলা চ্যালা, ভেটকি, লইট্টা, ছুড়ি, জাবা ও বিড়াল জাবা কেজিপ্রতি ১০০ থেকে ১০০০ টাকা দরে বিক্রি হয়।

উল্লেখ্য, মাছের প্রজনন ও সাগরের প্রাণিসম্পদ সংরক্ষণে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত মোট ৫৮ দিন বঙ্গোপসাগরে মাছ ধরা নিষিদ্ধ ছিল। নিষেধাজ্ঞা শেষে এবার আবারও ফিরেছে মাছের মৌসুম, আর কেবি বাজারে ফিরেছে কর্মচাঞ্চল্য। তবে বাজার স্বাভাবিক হতে আরও কয়েকদিন সময় লাগবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence