নেত্রকোনায় ৫ ঘণ্টার ব্যবধানে পৃথক ঘটনায় দুই শিশু সহ নিহত ৩
- নেত্রকোনা প্রতিনিধি
- প্রকাশ: ১৩ জুন ২০২৫, ১০:৫৪ AM , আপডেট: ১৩ জুন ২০২৫, ০৮:২৯ PM

নেত্রকোনার কেন্দুয়া যেন মৃত্যুর মিছিলে পরিণত হয়েছে। মাত্র পাঁচ ঘণ্টার ব্যবধানে সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুই এবং পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ জুন) এ দুটি ঘটনা ঘটে।
নেত্রকোনার কেন্দুয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে খেলতে গিয়ে বাড়ির পিছনে সবার অজান্তে পুকুরে ডুবে মাহদী (৩) নামের এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে।
ঘটনাটি বৃহস্পতিবার (১২ জুন) দুপুর ৩টার দিকে উপজেলার কান্দিউড়া ইউনিয়নে রাজিবপুর গ্রামে ঘটে। নিহত মাহদী পার্শ্ববর্তী মদন উপজেলার নায়েকপুর ইউনিয়নের বাশুরি গ্রামের মামুনের ছেলে। ঈদ পরবর্তী তার মায়ের সাথে সে তার নানা বাড়ি রাজিবপুর বেড়াতে এসেছিল।
পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে খেলতে গিয়ে সবার অজান্তে বাড়ির পেছনের পুকুরে পড়ে যায় মাহাদী। পরে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির বাড়ির পাশের পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পাওয়া যায়। পরে তাৎক্ষণিক তাকে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দিনের অন্য ঘটনায় দুপুর আনুমানিক ৩টায় উপজেলাধীন কেন্দুয়া পৌরসভাস্থ মতির মোড়ে জজ মিয়ার দোকানের সামনে একটি ব্যাটারি চালিত অটোরিক্সা চাপায় হোসাইন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়। হোসাইন উপজেলার শ্রীধরপুর গ্রামের শহীদ মিয়া ও মরিয়ম আক্তারের ছেলে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, রাস্তা পার হওয়ার সময় অটোরিকশাটি হোসাইনকে চাপা দিলে গুরুতর আহত হন হোসাইন। পরে তাকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়ার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ রেফার করেন। ময়মনসিংহ যাওয়ার পথে মারা যায় হোসাইন।
আবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মাসকা ইউনিয়নের মাসকা সুয়েটার ফ্যাক্টরির সামনে নজরুল ইসলাম মিন্টু (৪০) নামের এক ব্যক্তি সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছেন। নজরুল ইসলাম মিন্টু মাসকা সুয়েটার ফ্যাক্টরিতে সিকিউরিটি গার্ডের কাজ করতেন এবং কেন্দুয়া বাসস্ট্যান্ড এলাকার বাসিন্দা।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে হিমাচল পরিবহন নামের একটি বাস কেন্দুয়া আসার পথে মাসকা সুয়েটার ফ্যাক্টরির সামনে দাঁড়িয়ে থাকা নজরুল ইসলাম মিন্টুকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে এবং সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুই জনের মৃত্যুর ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।