নজরদারির অভাবে ঈদের ছুটিতে বাড়ে শিশুর দুর্ঘটনার ঝুঁকি

০৭ জুন ২০২৫, ০৯:৩৬ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ০৪:০৪ PM
অনাকাঙ্ক্ষিত ঘটনা

অনাকাঙ্ক্ষিত ঘটনা © প্রতীকী ছবি

ঈদুল আজহার আনন্দ উদযাপনে দেশের বিভিন্ন এলাকায় চলছে উৎসবমুখর পরিবেশ। তবে আনন্দের মুহূর্তে একটু অসচেতনতাই ঘটাতে পারে চরম অনাকাঙ্ক্ষিত ঘটনা। বিশেষ করে গ্রাম এলাকায় ঈদের সময় বাবা-মায়ের ব্যস্ততার ফাঁকে নজরদারির অভাবে ছোট শিশুদের দুর্ঘটনায় মৃত্যুর আশঙ্কা তৈরি হয়।

ছুটির দিনগুলোতে গ্রামে বাড়ির আশেপাশে পুকুর, ডোবা, খাল কিংবা সড়কের পাশের জায়গাগুলো শিশুদের জন্য মৃত্যুফাঁদ হয়ে উঠতে পারে। ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থানে পানিতে পড়ে শিশু মৃত্যুর মতো দুর্ঘটনা অতীতে ঘটেছে।

বহু গ্রামে বাড়ির চারপাশে কোনো ঘেরা নেই, রয়েছে খোলা পুকুর বা ডোবা। শিশুরা খেলতে খেলতে পানিতে পড়ে যেতে পারে। আবার অনেক বাড়ি প্রধান সড়কের একেবারে পাশেই অবস্থিত। ব্যস্ত সময়ে শিশুদের রাস্তার দিকে চলে যাওয়ার ঘটনা নতুন নয়। কোরবানির কাজ, মেহমানদের আপ্যায়ন বা সামাজিক ব্যস্ততার মাঝে শিশুদের পর্যবেক্ষণে ঘাটতি তৈরি হয়।

এর মধ্যে শেরপুরের নকলায় পুকুরের পানিতে ডুবে মালহা নামের প্রায় ৩ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার (৩জুন) সকালে উপজেলার টালকী ইউনিয়নের বাজিতবাড়ি এলাকায় ঘটনাটি ঘটে। নিহত মালহা ওই গ্রামের আব্দুল মালেকের মেয়ে। ৩ মেয়ের মধ্যে সবার ছোট শিশু মালহা।

জানা যায়, বাড়ির সবাই কাজে ব্যস্ত থাকায় সবার অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে পানিতে তলিয়ে যায়। এমন সময় বাড়ির লোকজন তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে পুকুরের পানিতে ভাসতে দেখে তারা ডাক চিৎকার শুরু করেন। পরে স্থানীয়রা পুকুর থেকে মালহার মরদেহ উদ্ধার করেন। সচেতন না হলে এমন দুর্ঘটনা ঘটতেই পারে, এবং এর জন্য দায়ী থাকবে পরিবারিক অবহেলা ও সামাজিক অসচেতনতা।

বিশেষজ্ঞদের পরামর্শ- ঈদের সময় অন্তত একজন প্রাপ্তবয়স্ক সদস্যকে শিশুদের দেখভালের জন্য দায়িত্বে রাখতে হবে; বাড়ির চারপাশের পুকুর, ডোবা ইত্যাদির নিরাপত্তা নিশ্চিত করতে হবে; রাস্তার ধারে বাড়ি হলে শিশুদের বাইরে যাওয়া কঠোরভাবে নিষিদ্ধ রাখতে হবে ও প্রয়োজনে শিশুদের খেলাধুলার জন্য নিরাপদ জায়গা তৈরি করতে হবে।

ঈদের আনন্দ যেন শোকের কালো ছায়ায় ঢেকে না যায়, সে জন্য অভিভাবকদের আরও সচেতন হতে হবে। ঈদ শুধু কোরবানি আর অতিথি আপ্যায়নের নাম নয়—এটা নিরাপত্তা ও দায়িত্বশীলতারও সময়। একটি অসতর্ক মুহূর্ত পুরো জীবন বদলে দিতে পারে।

মধ্যরাতে ঢাকা-১৫ আসন নিয়ে যা বললেন জামায়াত আমির
  • ২১ জানুয়ারি ২০২৬
পে কমিশনের সব প্রস্তাব হুবহু বাস্তবায়ন নাও হতে পারে: অর্থ উ…
  • ২১ জানুয়ারি ২০২৬
বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ
  • ২১ জানুয়ারি ২০২৬
কর্মসূচির ছবি ফেসবুকে দিয়ে সাইবার বুলিংয়ের শিকার ছাত্রদলের …
  • ২১ জানুয়ারি ২০২৬
নোবিপ্রবিতে তরুণ গবেষকদের নবীন বরণ ও ‘গবেষণায় হাতেখড়ি’ অনুষ…
  • ২১ জানুয়ারি ২০২৬
বাংলাদেশে ভারতীয় দূতাবাসকর্মীদের দেশে ফেরার পরামর্শ দিল্লির
  • ২১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9